AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিহাড়ে গিয়ে জেরা নয় অনুব্রতকে, ইডির আবেদন ফেরাল আদালত

Delhi's Rouse Avenue court: বৃহস্পতিবার (২০ জুলাই), ইডির এই আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস এভিনিউ আদালত। আদালত সাফ জানিয়েছে, তিহাড়ে গিয়ে অনুব্রতকে জেরা করা যাবে না। ঠিক কোন মামলার প্রেক্ষিতে ইডি তিহাড়ে গিয়ে অনুব্রতকে জেরা করতে চাইছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

তিহাড়ে গিয়ে জেরা নয় অনুব্রতকে, ইডির আবেদন ফেরাল আদালত
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 7:32 PM
Share

নয়া দিল্লি: বারবার আবেদন করেছেন, আর বারবারই তাঁর জামিনের আবেদন ফিরিয়ে দিয়েছে আদালত। কখনও রাউস এভিনিউ কোর্ট, কখনও দিল্লি হাইকোর্ট। এরই মধ্যে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর, আদালত থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন বীরভূমের একসময়ের এই দাপুটে নেতা। তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। কিন্তু, বৃহস্পতিবার (২০ জুলাই), ইডির এই আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস এভিনিউ আদালত। আদালত সাফ জানিয়েছে, তিহাড়ে গিয়ে অনুব্রতকে জেরা করা যাবে না। ঠিক কোন মামলার প্রেক্ষিতে ইডি তিহাড়ে গিয়ে অনুব্রতকে জেরা করতে চাইছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে তিহাড়ে গিয়ে কেষ্ট মণ্ডলকে জেরা করা হতে পারে বলে জানিয়েছে সিবিআই-ও। গরু পাচার মামলায় নামে তৃণমূল নেতার নামে কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। সম্প্রতি, তাঁর নামে আরও কিছু বেআইনি সম্পত্তির সন্ধান পেয়েছে সিবিআই। সেই বিষয়েই অনুব্রতকে তিহাড়ে গিয়ে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত সপ্তাহেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার কাণ্ডের শুনানি ছিল। সেখানেই সিবিআই-এর তদন্তকারীরা জানিয়েছিলেন, অনুব্রতর আরও কালো টাকার সন্ধান পেয়েছেন তাঁরা।

আগেই আদালতে গরু পাচারের কালো টাকায় পেট্রল পাম্প, নির্মাণ সংস্থা, চালকল-সহ অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান দিয়েছিল সিবিআই। গত সপ্তাহে সিবিআই আদালতে জানায়, একটি নতুন চালকলের সন্ধান পাওয়া গিয়েছে। সেই চালকলের সঙ্গে অনুব্রতর মালিকানাধীন চালকলের আর্থিক লেনদেন হয়েছিল। এছাড়া, সিবিআইয়ের কাছে এমন বেশ কিছু জমির খোঁজ রয়েছে, যেগুলি একাধিকবার হাতবদল হয়েছে। সেগুলি নথিভুক্ত হয়েছে নগদ অর্থে। তার পিছনেও অনুব্রতর কোনও অর্থ আছে কিনা, সেই দিকটিও খতিয়ে দেখতে চেয়েছিলেন তদন্তকারীরা।

এদিকে, গরু পাচার মামলায় বেঞ্চ বদলের আবেদন করেছেন অনুব্রত। সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিং-এর এক বিচারকের বেঞ্চে দীর্ঘদিন ধরেই এই মামলা চলছে। বারবার জামিনের আবেদন করেছেন কেষ্ট মণ্ডল। কিন্তু, বিচারক রঘুবীর সিং-এর বেঞ্চে তাঁর আবেদনে কোনও সুরাহাই হচ্ছে না বলে দাবি অনুব্রতর আইনজীবীর। তাই তাঁরা চান, এই মামলার শুনানি অন্য কোনও বিচারকের বেঞ্চে স্থানান্তর করা হোক। তাঁর এই বেঞ্চ বদলের আবেদনের শুনানি হবে শনিবার, রাউস এভিনিউ আদালতেই। এই মামলায় ইডিকে জবাব দাখিল করতে বলেছে রাউস এভিনিউ কোর্টের বিচারক। এদিকে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি চলছে দিল্লি হাইকোর্টে। গত মঙ্গলবার ইডির আইনজীবী এসভি রাজু অসুস্থ থাকায়, তিনি আদালতে হাজির হতে পারেননি। তাই তাঁর জামিন মামলার শুনানি আরও পিছিয়ে গিয়েছে। পরবর্তি শুনানি হবে ৩১ জুলাই।

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?