বেঙ্গালুরু : শতাব্দী প্রাচীন একটি নিয়ম। কিন্তু এখনও তা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কর্নাটকের এক শহরে। এই প্রথায় ঝুঁকি থাকলেও বাদ পড়েনি নিয়ম থেকে। এখনও স্বমহিমায় বিরাজমান দেবী দুর্গার জন্য উৎসর্গ করা এই খেলা। কর্নাটকের ম্যাঙ্গালুরুর কাতিল শহর। সেখানেই এক দুর্গা মন্দিরে জড়ো হয়েছেন হাজারেরও বেশি ভক্ত। সেই চত্বরেই পালন হচ্ছে এই ‘অগ্নি খেলি’। খালি গায়ে ভক্তরা, পরনে রয়েছে ধুতি। হাজারেরও বেশি ভক্ত। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একে অন্যের দিকে ছুড়ছে আগুন লাগানো তালপাতা। এই খেলার মাধ্যমেই তাঁরা দেবী দুর্গার কাছে তাঁদের পূজা নিবেদন করছেন বলে মনে করা হয়।
#WATCH | Devotees hurled fire at each other as part of a fire ritual 'Thoothedhara' or ‘Agni Kheli’ to pay reverence to goddess Durga at Sri Durgaparameshwari temple in Kateel, Karnataka (22.04) pic.twitter.com/q4SHMFAGak
— ANI (@ANI) April 23, 2022
কর্নাটকে এই সংস্কৃতি বা নিয়মকে ‘তুতেধারা’ বা ‘অগ্নি খেলি’ বলা হয়। প্রতি বছর এপ্রিল মাসে মহা সমারোহে এই ধর্মীয় আচার পালিত হয়। কর্নাটকের কাতেল শহরে অবস্থিত শ্রী দুর্গাপরমেশ্বরী মন্দিরে উৎসব হয় এই সময়। এই উৎসব চলে আটদিন ধরে। এই উৎসবের একটি ধর্মীয় আচার হল ‘অগ্নি খেলি’। মেশা সংক্রমণা দিবসের আগের রাতে শুরু হয় এই আটদিনের আচার-অনুষ্ঠান। এই উৎসবের দ্বিতীয় রাতে অগ্নি খেলি অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় আচার অনুযায়ী, পুরুষদের দুটি দলে ভাগ করে দেওয়া হয়। কিছুটা দূরত্ব বজায় রেখে দুই দল মুখোমুখি থাকে। এরপর একে অপরের দিকে জ্বলন্ত তালপাতা ছোড়াছুড়ি শুরু করে। কোনও এক পুরুষ পাঁচটিই জ্বলন্ত পাতা ছুড়তে পারেন। এই ভিডিয়োতে পরিষ্কার এই ‘অগ্নি খেলার’ ধরা পড়েছে।
আরও পড়ুন : Hanuman Chalisa Row : সিদ্ধান্ত বদলেও পুলিশের জালে, হনুমান চল্লিশা বিতর্কে গ্রেফতার রানা দম্পতি
আরও পড়ুন : Rajnath Singh on AFSPA : জম্মু ও কাশ্মীর থেকে উঠছে আফস্পা? রাজনাথের কণ্ঠে কোন আভাস
আরও পড়ুন : PM Modi’s Visit to Jammu : মোদীর সফরের আগে ‘নাশকতার ছক’! উপত্যকায় পরিস্থিতি পরিদর্শনে NIA প্রধান