Maha Kumbh: মহাকুম্ভে ৭৩টি দেশের কূটনীতিক, অভিভূত হলেন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে
Maha Kumbh: দেড় মাসের এই মহাকুম্ভ মেলায় দেশ-বিদেশের ৪০ কোটি বেশি পুণ্যার্থীর পা প্রয়াগরাজে পড়বে বলে মনে করছে উত্তর প্রদেশ প্রশাসন। মহাকুম্ভে সাধারণ মানুষের পাশাপাশি ভিআইপি-রা পুণ্যস্নানের জন্য আসছেন।

প্রয়াগরাজ: ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা। দেশের নানা প্রান্ত থেকে যেমন পুণ্যার্থীরা প্রয়াগরাজে পা রাখছেন। তেমনই বিদেশ থেকেও মানুষ আসছেন। শুধু তাই নয়, বিদেশি কূটনীতিকরা মহাকুম্ভে পুণ্যস্নান করছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ৭৩টি দেশের কূটনীতিক মহাকুম্ভে এসেছেন। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন মহাকুম্ভ ও প্রয়াগরাজে গুরুত্বও ব্যাখ্যা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দেড় মাসের এই মহাকুম্ভ মেলায় দেশ-বিদেশের ৪০ কোটি বেশি পুণ্যার্থীর পা প্রয়াগরাজে পড়বে বলে মনে করছে উত্তর প্রদেশ প্রশাসন। মহাকুম্ভে সাধারণ মানুষের পাশাপাশি ভিআইপি-রা পুণ্যস্নানের জন্য আসছেন।
মহাকুম্ভে সামিল হতে শনিবার প্রয়াগরাজে পৌঁছন ৭৩টি দেশের কূটনীতিকরা। দিনভর মহাকুম্ভ নগর ঘুরিয়ে দেখানো হয় তাঁদের। বোটে করে সঙ্গম পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাঁদের। মহাকুম্ভে পুণ্যস্নান করেন বিদেশি কূটনীতিকদের অনেকে। ওইদিন সন্ধ্যায় তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মহাকুম্ভ ও প্রয়াগরাজের গুরুত্ব ব্যাখ্যা করেন।
যোগী আদিত্যনাথ বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা মহাকুম্ভে এসেছেন। সারা বিশ্ব কৌতূহলের সঙ্গে নজর রেখেছে মহাকুম্ভে। প্রয়াগরাজে আসার আমন্ত্রণ গ্রহণ করায় বিদেশি কূটনীতিকদের ধন্যবাদ জানান তিনি।
যোগী আদিত্যনাথ বলেন, মহাকুম্ভ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। এখনও পর্যন্ত ৩৫ কোটি পুণ্যার্থী পা রেখেছেন প্রয়াগরাজে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মনে করছেন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেই সংখ্যা ৪৫ কোটিতে পৌঁছে যাবে। উত্তর প্রদেশ প্রশাসনের এক আধিকারিক জানান, নদীকে পুজো করার ভারতীয় ঐতিহ্যে মুগ্ধ বিদেশি কূটনীতিকরা।

