লখনউ : বিপুল সংখ্যায় জনমত পেয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। উত্তর প্রদেশের রাজনৈতিক ইতিহাসে ৩৭ বছরে যা প্রথম। উত্তর প্রদেশে বিজেপির জয়ের পর কোনও সন্দেহ ছিল না যে মুখ্যমন্ত্রীর গদি যোগী আদিত্যনাথের নামেই। অবশেষে আগামীকাল দ্বিতীয়বারের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন যোগী আদিত্যনাথ। লখনউতে যোগীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা। আমন্ত্রণ পেয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। আমন্ত্রণ পেয়েছেন অভিনেতা অনুপম খেরও।
এই মুহুর্তে সবথেকে বহুল চর্চিত ছবি হল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর প্রদর্শনীতে কর মুকুব করা হয়েছে। এই ছবি নিয়ে বিভিন্ন মহল থেকে নানাবিধ প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। আবার অনেকে এই ছবির সমালোচনাও করেছেন। অনেকেই আবার দাবি করেছেন, কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচার হয়েছে এটা ঠিক। কিন্তু ছবিতে সেই বিষয়টিকে অতিরঞ্জিত করেও দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন একাংশ। ইতিমধ্যে যোগী আদিত্যনাথ কাশ্মীর উপত্যকা নিয়ে এই ছবির প্রদর্শনীকে করমুক্ত ঘোষণা করেছে। এই করমুক্ত করার বিষয়ে ঘোষণার পর ২০ মার্চ বিবেক অগ্নিহোত্রি, পল্লবী যোশী এবং অনুপম খের লখনউতে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন।
लखनऊ में मुख्यमंत्री आदरणीय @myogiadityanath जी से उनके निवासस्थान पर मुलाक़ात हुई। #TheKashmirFiles टीम ने उन्हें प्रदेश में हमारी फ़िल्म को टैक्स फ़्री करने के लिए धन्यवाद दिया।उन्होंने फ़िल्म के सच्चे प्रदर्शन की सराहना की! धन्यवाद! जय हो! ? @vivekagnihotri @NandiGuptaBJP pic.twitter.com/tdVIqx0Rre
— Anupam Kher (@AnupamPKher) March 20, 2022
এই ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই চলচ্চিত্রকে কেন্দ্র করে বিজেপি সরকার এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। এই ছবিকে সমর্থন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। যাঁরা বিবেক অগ্নিহোত্রির পরিচালনার সমালোচনা করেছিলেন তাঁদের সমালোচনায় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : Bagtui Massacre : বগটুই হত্যাকান্ডে এবার ময়দানে নামলেন ওয়েইসি, মুসলিম আবেগ খুঁচিয়ে উসকে দিলেন বিতর্ক