Doctor Beats Up Patient : ‘পেট ব্যাথা কমছে না ডাক্তারবাবু’, শুনেই ওষুধের বদলে রোগীকে লাঠি দিয়ে বেধড়ক মার চিকিৎসকের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 14, 2022 | 10:49 PM

Doctor Beats Up Patient : ডাক্তারের কাছে গিয়ে হেনস্থা হতে হলে রোগীকে। অসুখ নিয়ে ডাক্তারের দ্বারস্থ রোগী। কিন্তু পরামর্শের বদলে পেলেন লাঠির বাড়ি।

Doctor Beats Up Patient : পেট ব্যাথা কমছে না ডাক্তারবাবু, শুনেই ওষুধের বদলে রোগীকে লাঠি দিয়ে বেধড়ক মার চিকিৎসকের
(প্রতীকী ছবি)

Follow Us

ভুবনেশ্বর : ডাক্তারের কাছে গিয়ে হেনস্থা হতে হলে রোগীকে। অসুখ নিয়ে ডাক্তারের দ্বারস্থ রোগী। কিন্তু পরামর্শের বদলে পেলেন লাঠির বাড়ি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ওড়িশার কালাহান্দি জেলার ঘটনা। কালাহান্দি জেলার ধরমগড় সাব-ডিভিশনাল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন মুকেশ নায়েক। তিনি ধরমগড় অঞ্চলের বস্তিপাড়ার বাসিন্দা। পেটে ব্যথা নিয়ে তিনি এদিন হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসার বদলে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে।

পেটের চিকিৎসা করার জন্য ধরমগড় সাব-ডিভিশনাল হাসপাতালে গিয়েছিলেন মুকেশ নায়েক। সেখানে ডাক্তার উপস্থিত না থাকায় হাসপাতালের নার্সই তাঁকে কিছু ওষুধ লিখে দেন। রোগী সেই ওষুধ খেয়ে নিন। কিন্তু কোনওভাবেই তাঁর ব্যথা উপশম হয় না। তার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতালের ডাক্তার। সেইসময় ডাক্তার এবং রোগীর মধ্যে বচসা বাধে। তার পর মুহূর্তেই পরিস্থিতিতে হাতের বাইরে বেরিয়ে যায়। একটি কাঠের লাঠি হাতে তুলে নেন ডাক্তার। রোগীকে মারা শুরু করেন।

অসুস্থ রোগী নায়েক বলেছেন, “ডা: ডোরা সেখানে আসেন। আমারে ব্যথার বিষয়ে না দেখে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেন। এবং আমাকে মারতে শুরু করেন।” অসুস্থ রোগীর পরিজন বলেছেন, “আমরা চাই এই ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত।” এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। রোগীর পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। তাঁদের দাবি দায়িত্বজ্ঞানহীন এই ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে দুটি এফআইআর দায়ের করা হয়েছে।
এসডিপিও ধীরাজ চোপদার বলেছেন, “মেডিক্যাল ইউনিটে ডাক্তারের রোগীরে মারার ঘটনায় আমরা এফআইআর পেয়েছি। রোগীর পরিবারের লোকজনরা রাস্তা অবরোধ করে আছে। তদন্তের পর আমরা বিস্তারিত রিপোর্ট দেব।”

আরও পড়ুন :  Shatrughan Sinha : ‘বহিরাগত’ শত্রুঘ্ন! ‘দেশের রাজনীতি করছি, বিদেশের নয়,’ পাল্টা জবাব তৃণমূল প্রার্থীর

Next Article