নয়া দিল্লি: অতিমারি করোনার তাণ্ডবে বিধ্বস্ত দেশের অর্থনীতি। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে একুশের বাজেটে (budget 2021) মাস্টারস্ট্রোক দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আগামী চার বছর দেশের জিডিপির ৪ শতাংশ কেন্দ্র বরাদ্দ করতে পারে স্বাস্থ্যখাতে। কেন্দ্রের দুই উচ্চ পদস্থ আধিকারিককে উদ্ধৃত করে এমনই তথ্য জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা করছে মোদী সরকার। জানা যাচ্ছে, নয়া আর্থিক বছরে স্বাস্থ্যক্ষেত্রে ১.২ থেকে ১.৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে কেন্দ্র। চলতি আর্থিক বছরে যার পরিমাণ ছিল মাত্র ৬২ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ, এবার প্রায় দ্বিগুণ পরিমাণ বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে দেশের স্বাস্থ্যখাতে। ২০১৫ অর্থবর্ষে স্বাস্থ্যক্ষেত্রে মাথাপিছু বরাদ্দ ছিল ১ হাজার ৮ টাকা। ২০২০ আর্থিক বছরে সেটা প্রায় ১ হাজার ৯৪৪ টাকা করা হলেও করোনা পরিস্থিতিতে তা ছিল নিমিত্ত।
গত কয়েক দশকে দেশের আর্থিক বৃদ্ধি ক্রমান্বয়ে বাড়লেও স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ কিন্তু সেভাবে বাড়েনি। বরং স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ দেশের মোট জিডিপির মাত্র ১.৩ শতাংশের মধ্যেই রয়েছে সবসময়। যা উন্নত দেশগুলির তুলনায় নিতান্তই গৌণ। এরমধ্যে অতিমারি করোনার তাণ্ডব ব্যাপক চাপ সামলেছে হাসপাতাল ও নার্সিংহোমগুলি। পরিস্থিতি সামলাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোভিড কেয়ার সেন্টার তৈরি হয় সারা দেশে। হাসপাতালগুলিতে শয্যা সংখ্যাও বাড়ানো হয়। তাতেও করোনা রোগীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় হাসপাতালগুলিকে।
আরও পড়ুন: নেট বাজারে জোয়ার আনতে বড় চমক থাকতে পারে নির্মলার বাজেটে
করোনাকালে অক্সিজেন সিলিন্ডারের তীব্র চাহিদা, হাসপাতাল ও বেসরকারি নার্সিংহোমগুলিতে আলাদা কোভিড ওয়ার্ড খোলা এবং অন্যান্য পরিকাঠামোর সমস্যার মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। এই প্রেক্ষিতে স্বাস্থ্যক্ষেত্রে বাড়তি নজর দিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। জানা যাচ্ছে, চার বছরের একটি হেলথ বাজেট পরিকল্পনা নিয়ে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লক্ষ্য, এবার থেকে জিডিপির ৪ শতাংশ খরচ করা হবে স্বাস্থ্যখাতে। পাশাপাশি অন্তত ২ শতাংশ কোভিড সেস বসানোর পরিকল্পনাও করা হয়েছে। তবে বাজেট ঘোষণার আগে এই নয়া ‘হেলথ কেয়ার প্ল্যান’ সম্পর্কে উচ্চবাচ্য করতে চাননি সংশ্লিষ্ট দুই আধিকারিক।