
নয়া দিল্লি: দেশের অন্দরেই লুকিয়ে রয়েছে গুপ্তচররা। তারা দেশের গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে পাকিস্তানে পাঠাচ্ছে। এই কারসাজি রুখতেই এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। পূর্ব রেলওয়ের তরফে ব্লগার, ইউটিউবারদের বিশেষ আর্জি জানানো হল।
জানা গিয়েছে, ইস্টার্ন রেলওয়ে সমস্ত ইউটিউবার ও ব্লগারদের অনুরোধ করেছে যে স্টেশনের ছবি ও ভিডিয়ো যেন না করেন। দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফে আরও জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষও স্টেশনগুলিতে নজরদারি বাড়াবে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাতে কেউ ছবি তুলতে না পারে, তা নিশ্চিত করা হবে। পূর্ব রেলওয়ের মুখপাত্র এ বিষয়ে বলেন, “স্টেশন চত্বর ও প্ল্যাটফর্মের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশজুড়েই স্টেশনগুলিতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন যে বহু ইউটিউবার, ব্লগাররাই স্টেশন বা প্ল্যাটফর্মের ভিডিয়ো করেন, যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট উদ্বেগজনক। সমস্ত সেকশন ও ডিভিশনেই নিষেধাজ্ঞা জারি রয়েছে, তবুও অনেকে এই নিয়ম মানেন না। ফের একবার ইউটিউবার-ব্লগারদের রেলের নিয়ম মনে করিয়ে দেওয়া হল। সংবাদমাধ্য়ম ছবি তুলতে পারলেও, সাধারণ মানুষ রেল স্টেশন-প্ল্যাটফর্মের ছবি তুলতে পারবেন না।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতের পরই হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়। এই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার করছিল। বিভিন্ন জায়গার ছবি তুলে তা পাঠাতেন।