বাংলাদেশ-পাকিস্তান থেকে ওদের অ্যাকাউন্টে ঢুকত টাকা?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 18, 2025 | 10:03 PM

দিল্লি বিস্ফোরণের পর একে একে সামনে আসে চার চিকিৎসকের নাম। আর তাঁদের নামের সঙ্গে জুড়ে যায় আল ফলহা ইউনিভার্সিটির নাম। সেই বিশ্ববিদ্যালয়েই চলছে জোর তল্লাশি। এবার নামল ইডি। একের পর এক ঘাঁটিতে চলল তল্লাশি।

ভোর ৫টা থেকে চলছে তল্লাশি। আল ফলাহ বিশ্ববিদ্যালয় সহ মোট ২৫ জায়গায় তল্লাশি চালানো হল মঙ্গলবার সকাল থেকে। সন্দেহভাজন ডাক্তারদের কাছে কোথা থেকে টাকা আসছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই খোঁজেই এবার তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মুজাম্মিল, শাহিন, উমর উন নবি- সবার কাছে বিদেশ থেকে টাকা আসছিল বলে মনে করছেন গোয়েন্দারা। সামনে আসছে পাকিস্তান, তুরষ্ক ও বাংলাদেশের নাম। ওই সব দেশ থেকে কোটি কোটি টাকা আসছিল বলে অনুমান গোয়েন্দাদের।

Published on: Nov 18, 2025 10:02 PM