AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ৪৫ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ED: প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতার স্ত্রী লুইস খুরশিদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। তিনি সরকারি তহবিলের লক্ষ-লক্ষ টাকা নয়-ছয় করেছেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে ইডি। আর তদন্তে নেমেই লুইস খুরশিদের ৪৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

ED: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ৪৫ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
ইডির সমন মলয় আঢ্যকে। Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 05, 2024 | 10:21 AM
Share

নয়া দিল্লি: ইডি-র নজরে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদের স্ত্রী লুইস খুরশিদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। তিনি সরকারি তহবিলের লক্ষ-লক্ষ টাকা নয়-ছয় করেছেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে ইডি। আর তদন্তে নেমেই লুইস খুরশিদের ৪৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

ইডি সূত্রে খবর, উত্তরপ্রদেশের ফারুকাবাদের ডা. জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে সলমন খুরশিদের স্ত্রী লুইস খুরশিদের বিরুদ্ধে। তিনি ওই ট্রাস্টের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। তাঁর সঙ্গে ট্রাস্টের সদস্য প্রত্যুষ শুক্লা, ট্রাস্টের সেক্রেটারি মহম্মদ আথারের নামও জড়িয়েছে এই দুর্নীতিতে। ফারুকাবাদের এই ট্রাস্টের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে ৭১.৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

PMLA-র অধীনে এই মামলা দায়ের করা হয় এবং তদন্ত শুরু করেছে ইডি। তদন্তে নেমে সোমবার লুইস খুরশিদের ২৯.৫১ লক্ষ টাকার ১৫টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার মধ্যে রয়েছে কৃষি জমি। এছাড়া তাঁর ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ১৬.৪১ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছে ইডি।

প্রসঙ্গত, ২০০৯-১০ সালে, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ১৭টি জেলায় ক্যাম্পের আয়োজন করে প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ এবং সরঞ্জাম বিতরণের জন্য ডা. জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্টকে ৭১.৫ লক্ষ টাকা ভর্তুকি প্রদান করেছিল কেন্দ্র। সেই টাকা ঠিকমতো ব্যবহার হয়নি, তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। তারপর ২০১৭ সালে এই অভিযোগে ডা. জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে এই মামলার তদন্তভার নেয় ইডি।