Enforcement Directorate: আর্থিক তছরুপের মামলায় হেলিকপ্টার বাজেয়াপ্ত করল ইডি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 30, 2021 | 1:30 PM

Enforcement Directorate, Helicopter, হেলিকপ্টারের খোঁজে সংস্থার শীর্ষকর্তাদের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। তার এই ওয়ারহাউসে পরিত্যাক্ত অবস্থায় হেলিকপ্টারের খোঁজ মেলে।

Enforcement Directorate: আর্থিক তছরুপের মামলায় হেলিকপ্টার বাজেয়াপ্ত করল ইডি
ছবিটি প্রতীকী

Follow Us

চেন্নাই: তামিলনাড়ুর (Tamilnadu) চেন্নাইতে (Chennai) আস্ত একটি হেলিকপ্টার (Helicopter) বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (enforcement directorate)। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) তদন্তকারী সংস্থার আবেদন ব্যাঙ্ককের একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টার বাজেয়াপ্ত করে ইডি। জানা গিয়েছে ওই প্রতিষ্ঠানটি আর্থিক প্রতারণা মামলার সঙ্গে যুক্ত।

বাজেয়াপ্ত বেল ২১৪ হেলিকপ্টারটি (Bell 214 helicopter) ব্যাঙ্ককে (Bangkok) নথিভুক্ত হামিদ ইব্রাহিম অ্যান্ড আবদুল্লার মারিলগ অ্যাভিয়েশন সার্ভিসের সম্পত্তি (Hameed Ibrahim and Abdulla of the Bangkok-registered Marilog Avion Services Co Ltd.)। হেলিকপ্টারটি চেন্নাইয়ের জে মাতাডি ফ্রি ট্রেড ওয়্যারহাউস জোন থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। দেশে নিষিদ্ধ থাকার পরেও সেখানে এটিকে ব্যবহারের অভিযোগ তুলেছে।

সেই সংক্রান্ত তদন্ত মামলায় এই হেলিকপ্টারটিকে বাজেয়াপ্ত করারা আবেদন করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (US Department of Homeland Security)। মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার (Columbia) জেলা আদালত হেলিকপ্টারটিকে বাজেয়াপ্ত করার পরোয়ানা জারি করেছিল। সেই অনুযায়ী মার্কিন বিচার বিভাগ সহায়তার চেয়ে ভারতের কাছে অনুরোধ করে।

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া পারস্পরিক আইনি সহায়তা চুক্তি অনুসারে পদক্ষেপ করে ইডি। এএআর কর্পোরেশন, ইউএসএ থেকে হেলিকপ্টারটি আমদানি করে অভিযুক্ত সংস্থাটি। থাইল্যান্ড থেকে জাহাজের মাধ্যমে হেলিকপ্টারটি ভারতে পাঠানো হয়েছিল। তারপর চেন্নাই-ভিত্তিক ফ্রি ট্রেড ওয়ারহাউসে রাখা হয়েছিল।

হেলিকপ্টারের খোঁজে সংস্থার শীর্ষকর্তাদের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। তার এই ওয়ারহাউসে পরিত্যাক্ত অবস্থায় হেলিকপ্টারের খোঁজ মেলে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, “হেলিকপ্টারটি মাসিক ভাড়ার ভিত্তিতে চেন্নাই ভিত্তিক একটি কোম্পানির গুদামে রাখা হয়েছিল। তল্লাশির সময় হেলিকপ্টারটি যন্ত্রাংশ খোলা অবস্থায় পাওয়া যায়। রটার ব্লেড, টেইল বুম, ইঞ্জিন এবং রটার হাব হেলিকপ্টার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং আলাদাভাবে প্যাকেজ করা হয়েছিল। বোঝাই যাচ্ছে এটিকে অন্যত্র পাচারের ছক করা হয়েছিল।”

আরও পড়ুন Rajnath Singh On Pakistan: সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে চরম বার্তা! সীমন্ত পেরিয়ে অভিযানের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

আরও পড়ুন Tripura Govt: বাংলা থেকে RT-PCR টেস্টের রিপোর্ট নিয়ে যেতে হবে ত্রিপুরায়, অভিষেকের সফরের আগেই নয়া নির্দেশিকা

Next Article