নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের আগেই কয়েকটি রাজ্যের উপনির্বাচন (Bypoll)-র পালা মিটিয়ে নিতে চাইছে নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করে জানানো হয়, আগামী ১ মার্চ অসম (Assam) ও গুজরাট (Gujarat)-র রাজ্যসভার তিনটি শূন্য আসন পূরণে নির্বাচন করা হবে।
গুজরাটে মোট দুটি শূন্য আসন রয়েছে, অসমে রয়েছে একটি। এই রাজ্যসভার আসনগুলি পূরণেই উপ-নির্বাচনের আয়োজন করা হয়েছে। গত বছরই গুজরাটের দুই বিজেপি সাংসদ প্রয়াত হওয়ায় সেই আসনগুলি ফাঁকা পড়ে রয়েছে। দুই বিধায়কের মেয়াদই যথাক্রমে ২০২৩ ও ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ফেলুদা নয়, এ বার খোদ ‘রে’ নামছে ‘মগনলালকে’ ধরতে
গত বছরের ২৫ নভেম্বর প্রয়াত হন বিজেপির সাংসদ আহমেদ পটেল (Ahmed Patel)। পাঁচদিন পরেই, ১ ডিসেম্বর আরেক সাংসদ অভয় ভরদ্বাজ (Abhay Bhardwaj) প্রয়াত হন। অন্যদিকে, অসমে বোরো পিপলস ফ্রন্টের সাংসদ বিশ্বজিৎ দোইমারি (Biswajit Daimary) গতবছরের নভেম্বর মাসে পদত্যাগ করেন। এরপরই অসমের রাজ্যসভাতেও একটি আসন ফাঁকা পড়ে ছিল। আসন্ন এপ্রিল-মে মাসেই অসমে বিধানসভার নির্বাচন হতে পারে। তার আগেই রাজ্যসভার উপ-নির্বাচনের পালা মিটিয়ে নিতে চলেছে নির্বাচন কমিশন।
আজ কমিশনের তরফে জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের নির্দেশিকা জারি করা হবে এবং ১ মার্চ নির্বাচন করা হবে। সেদিন বিকেলেই ভোট গণনা হবে।
আরও পড়ুন: ‘হুমকিতেও দমব না’, মামলার জবাবে টুইট গ্রেটা থুনবার্গের