AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হুমকিতেও দমব না’, মামলার জবাবে টুইট গ্রেটা থুনবার্গের

গতকাল গ্রেটা তাঁর টুইটে লিখেছিলেন, "ভারতের কৃষক আন্দোলনের পাশে রয়েছি আমরা।" এরপর আজ বিকেলে সূত্র মারফত জানা যায়, গ্রেটার বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্ত ও ধর্মের ভিত্তিতে শত্রুতা প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়।

'হুমকিতেও দমব না', মামলার জবাবে টুইট গ্রেটা থুনবার্গের
ফাইল চিত্র।
| Updated on: Feb 04, 2021 | 6:47 PM
Share

নয়া দিল্লি: আইনি হুমকিও দমাতে পারবে না তাঁকে, দিল্লি পুলিশের মামলা দায়ের করার সংবাদ পাওয়ার পর এমনটাই জানালেন গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)। কৃষক আন্দোলন নিয়ে টুইটের প্রেক্ষিতে দিল্লি পুলিশ (Delhi Police) আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গের নামে মামলা দায়ের করে আজ। এর জবাবেই থুনবার্গ বলেন, “তিনি এখনও কৃষকদের পাশেই রয়েছেন”।

কৃষক আন্দোলন নিয়ে গতকাল থেকেই সরগরম আন্তর্জাতিক মহল। মার্কিন পপ গায়িকা রিহানা (Rihanna)-র টুইটের পরই পরিবেশকর্মী অষ্টাদশী গ্রেটা থুনবার্গও টুইট করেন। এরপরই একের পর এক বিভিন্ন জগতের ভারতীয় তারকারা কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে জানান, এটি দেশের অভ্যন্তরীণ বিষয়। আলোচনার মাধ্যমে নিজেদের দেশের সমস্যা মিটিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন: দেশজুড়ে দাম বাড়ল রান্নার গ্যাসের, কোথায় কত হল?

গতকাল গ্রেটা তাঁর টুইটে লিখেছিলেন, “ভারতের কৃষক আন্দোলনের পাশে রয়েছি আমরা।” এরপর আজ বিকেলে সূত্র মারফত জানা যায়, গ্রেটার বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্ত ও ধর্মের ভিত্তিতে শত্রুতা প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। গ্রেটার টুইটের পরই বিভিন্ন শেয়ার করা টুইটের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। তবে গ্রেটার বিরুদ্ধে দায়ের করা মামলাটি টুইটে উল্লেখিত একটি টুলকিটের ভিত্তিতেই করা হয়েছে।

মামলার বিষয়টি সামনে আসতেই গ্রেটা থুনবার্গ সুর চড়িয়ে ফের একটি টুইট করেন। সেই টুইটে তিনি বলেন, “আমি এখনও কৃষকদের পাশে রয়েছি এবং শান্তিপূর্ণ আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি। ঘৃণা, হুমকি বা মানবাধিকার লঙ্ঘনের কোনও প্রচেষ্টাই তা পরিবর্তন করতে পারবে না।” টুইটের শেষে তিনি হ্যাশট্যাগ ফার্মারস প্রোটেস্ট (#FarmersProtest)-ও ব্যবহার করেন।

সহজে লড়াইয়ের ময়দান ছাড়বেন না তিনি, পরোক্ষে টুইটে এই কথাই বুঝিয়ে দিয়েছেন গ্রেটা থুনবার্গ। এদিকে, রিহানার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি দিল্লি পুলিশ।

আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ‘শান্তি বিঘ্নিত’ করেছে চিনের গতিবিধি: কেন্দ্র