J&K Election: বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জম্মু-কাশ্মীরের নির্বাচনে ভোট দিতে পারবেন ভিনরাজ্যের বাসিন্দারাও

J&K Election: নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কাউকে বসবাস বা বাসস্থানের প্রমাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই।

J&K Election: বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জম্মু-কাশ্মীরের নির্বাচনে ভোট দিতে পারবেন ভিনরাজ্যের বাসিন্দারাও
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2022 | 9:47 AM

শ্রীনগর: জম্মু-কাশ্মীরবাসীদের জন্য বড় খবর। এবার থেকে নির্বাচনে শুধু স্থানীয়রাই নন, ভিন রাজ্য়ের বাসিন্দা, যারা কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তারাও ভোট দিতে পারবেন। জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার হিরদেশ কুমার এই কথা ঘোষণা করেছেন। তিনি জানান, এবার থেকে কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে থাকা ভিনরাজ্যের বাসিন্দারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং জম্মু-কাশ্মীর নির্বাচনে ভোট দিতে পারবেন। এরমধ্যে কোনও প্রতিষ্ঠানের কর্মচারী, পড়ুয়া, শ্রমিকরা অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কাউকে বসবাস বা বাসস্থানের প্রমাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। এমনকি সশস্ত্র বাহিনীর জওয়ানরা, যারা উপত্যকায় পোস্টিং রয়েছেন, তারাও এবার থেকে জম্মু-কাশ্মীর নির্বাচনে ভোট দিতে পারবেন।

এদিকে, কমিশনের এই ঘোষণার পরই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন উপত্যকার রাজনৈতিক দলের নেতারা। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি টুইট করে লেখেন, “বিজেপির সুবিধার জন্যই কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের নির্বাচনকে ক্রমাগত পিছিয়ে দিচ্ছে। আর এখন যারা স্থানীয় নন, তাদেরও ভোচদানের অধিকার দেওয়া হচ্ছে নির্বাচনের ফলকে প্রভাবিত করার জন্য। সরকারের আসল লক্ষ্য হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ক্ষমতা খর্ব করে জম্মু-কাশ্মীরকে ব্রজমুঠিতে রেখে শাসন করা।”

ওমর আবদুল্লাও টুইট করে লেখেন, “বিজেপি কী জম্মু-কাশ্মীরের আসল ভোটারদের থেকে এতটাই ভীত যে তাদের অস্থায়ী ভোটারদের আনতে হচ্ছে নির্বাচনে জয়ের জন্য। এইসমস্ত কিছুই সাহায্য করবে না যখন জম্মু-কাশ্মীরের মানুষেরা ভোটদানের অধিকার পাবে।”