Sonia Gandhi: খাড়্গের কাছে সনিয়ার বিতর্কিত ‘সার্বভৌমত্ব’ মন্তব্যের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন
Election Commission sent notice to Kharge: 'কর্নাটকের সার্বভৌমত্ব' বিষয়ে সনিয়া গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি দিল ভারতের নির্বাচন কমিশন। সনিয়া গান্ধীর ওই মন্তব্যের ব্যাখ্যাই চেয়েছে কমিশন।
নয়া দিল্লি: ‘কর্নাটকের সার্বভৌমত্ব’ বিষয়ে সনিয়া গান্ধীর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে একটি চিঠি দিল ভারতের নির্বাচন কমিশন। সনিয়া গান্ধীর ওই মন্তব্যটি তুলে ধরে একটি টুইট করা হয়েছিল জাতীয় কংগ্রেসের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে। ওই টুইটটির ব্যাখ্যাই চাওয়া হয়েছে। কর্নাটক নির্বাচনের শুরু থেকে নির্বাচনী প্রচার থেকে দূরেই ছিলেন সনিয়া। কিন্তু, গত শনিবার রাজ্যে প্রথমবার ভোট প্রচার করতে গিয়েই এক বিতর্কের জন্ম দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। কর্নাটকের হুব্বলির জনসভায় সনিয়া বলেছিলেন, “কংগ্রেস কাউকে কর্নাটকের খ্যাতি, সার্বভৌমত্ব বা অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টি করতে দেবে না।” সনিয়া গান্ধীর ওই সভার কয়েকটি ছবির সঙ্গে ওই মন্তব্যটি দিয়ে টুইট করেছিল কংগ্রেস। কংগ্রেসের সেই সোশ্যাল মিডিয়া পোস্টকে হাতিয়ার করেই এদিন সনিয়া গান্ধী এবং কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। তারই প্রেক্ষিতে কংগ্রেসকে এই নোটিস পাঠালো কমিশন।
বিস্তারিত আসছে…