AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk: প্রধানমন্ত্রী মোদীর কথা রেখে ভারতে আসছেন ইলন মাস্ক, সঙ্গে আনবেন আর কী কী?

Elon Musk to Visit India: চলতি বছরের গত ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আলাদাভাবে বৈঠক করেন ইলন মাস্কের সঙ্গে। সেই সময়ও মাস্ক ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Elon Musk: প্রধানমন্ত্রী মোদীর কথা রেখে ভারতে আসছেন ইলন মাস্ক, সঙ্গে আনবেন আর কী কী?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 20, 2025 | 7:51 AM
Share

নয়া দিল্লি: জল্পনার অবসান। সত্যিই ভারতে আসছেন ইলন মাস্ক। চলতি বছরের শেষভাগেই তিনি ভারত সফরে আসবেন বলে নিজে জানিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় টেসলা কর্তার। তারপরই এই ঘোষণা করেন।

বিগত এক বছরেরও বেশি সময় ধরে জল্পনা শোনা যাচ্ছিল ভারতে আসতে পারেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তবে সেই পরিকল্পনা কখনওই সফল হচ্ছিল না। ভারতে আসছিল না ইলন মাস্কের টেসলা সংস্থার গাড়ি। তবে দীর্ঘ অপেক্ষার পর সুখবর মিলেছে। ভারতে আসছে টেসলা। আর সেই সঙ্গেই ভারত সফরে আসছেন টেসলা কর্তা ইলন মাস্কও।

চলতি বছরের গত ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আলাদাভাবে বৈঠক করেন ইলন মাস্কের সঙ্গে। সেই সময়ও মাস্ক ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর আগে ২০২২ সালেও প্রধানমন্ত্রী মোদী ইলন মাস্ককে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাব মতোই ভারত সফরে এসে বড় বিনিয়োগের ঘোষণা করতে পারেন ইলন মাস্ক, এমনটাই জল্পনা। ইতিমধ্যেই মুম্বই ও দিল্লিতে টেসলার শোরুম খোলার প্রস্তুতি চলছে। জল্পনা শোনা যাচ্ছে, মহারাষ্ট্রে টেসলা কারখানাও খুলতে পারে। ইলেকট্রিক গাড়ির জন্য বিশাল চার্জিং সাইট খোলার পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, ইলন মাস্কের স্যাটেলাইট সংস্থা স্টারলিঙ্কেরও ভারতে আত্মপ্রকাশের কথা। ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথা হয়েছে। রিলায়েন্স জিয়ো বা এয়ারটেলের হাত ধরে স্টারলিঙ্ক ভারতে প্রবেশ করতে পারে। স্টারলিঙ্ক ভারতে এলে ইন্টারনেটের গতি আরও বাড়বে।