রাতেই খোঁজ মিলেছিল জঙ্গি উপস্থিতির, পুলওয়ামার এনকাউন্টারের নিহত জওয়ান

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 02, 2021 | 10:43 AM

Emcounter in Pulwama: গোপন সূত্রে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হঞ্জন গ্রামে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর মেলে।বৃহস্পতিবার রাতেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

রাতেই খোঁজ মিলেছিল জঙ্গি উপস্থিতির, পুলওয়ামার এনকাউন্টারের নিহত জওয়ান
ফাইল চিত্র।

Follow Us

জম্মু: ফের উপত্যকায় এনকাউন্টার (Encounter)। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের পুলওয়ামা(Pulwama)-এ নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টার শুরু হয় জঙ্গিদের। তিন থেকে চারজন জঙ্গি আটকে রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক জওয়ান।

রবিবার জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরই ধরা পড়েছিল এক লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গি। ড্রোন হামলার পর থেকেই গোটা উপত্যকা জুড়ে কড়া পাহারা চলছে। এরই মাঝে গোপন সূত্রে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হঞ্জন গ্রামে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর মেলে।

বৃহস্পতিবার রাতেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেই তারা গুলি চালাতে শুরু করে। শুরু হয় গুলির লড়াই।

শেষ খবর পাওয়া অবধি গ্রামেরই একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। তিন থেকে চারজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। মাঝেমধ্যেই চলছে গুলি। অতিরিক্ত সতর্কতায় ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের গুলিতে আহত হন এক জওয়ান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

রবিবার বিমানবন্দরে বায়ু সেনার ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরক দিয়ে ড্রোনের মাধ্যমে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এখনও অবধি এই ঘটনার দায়স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। চলতি সপ্তাহের শুরু থেকেই উপত্যকার একাধিক জায়গায় ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, বিশেষত সেনাঘাঁটিগুলির কাছে। এর জেরে গোটা এলাকা জুড়েই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিমানবন্দরেও জারি হয়েছে বিশেষ সতর্কতা, জাতীয় সড়কগুলিতে চলছে পুলিশি তল্লাশি।

 

আরও পড়ুন: মোবাইল ফোন খুলতেই শিউরে উঠলেন যুবতী! স্ক্রিনে ভেসে ওঠে নিজেরই বীভৎস ভিডিয়ো ক্লিপিং

Next Article