Enforcement Directorate: কার পকেটে ঢুকেছে কত কোটি? ED-র জেরার মুখে পড়তে পারেন সানি লিওনিরা

Online Betting Fraud: মহাদেব বুক অ্যাপ নামক ওই বেটিং চক্রের মাথা সৌরভের বিয়েতে যে তারকারা অংশ নিয়েছিলেন, তারা হলেন টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, আলি আসগার, বিশাল দাদলানি, এলি আব্রাহাম, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতি খারবান্দা, নুসরত ভারুচা, কৃষ্ণা অভিষেক, সুখবিন্দর সিং।

Enforcement Directorate: কার পকেটে ঢুকেছে কত কোটি? ED-র জেরার মুখে পড়তে পারেন সানি লিওনিরা
বলিউডের এই তারকাদের তলব করতে পারে ইডি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 10:18 AM

নয়া দিল্লি: সানি লিওনি (Sunny Leone) থেকে শুরু করে টাইগার শ্রফ (Tiger Shroff), নেহা কক্কর (Neha Kakkar), আতিফ আসলাম (Atif Aslam), রাহাত ফতেহ আলি খান (Rahat Fateh Ali Khan), বিশাল দাদলানি (Vishal Dadlani)।  অনলাইন বেটিং চক্রে (Online Betting App Fraud) নাম জড়িয়েছে বলিউডের তাবড় তাবড় সেলিব্রেটিদের। মহাদেব বুক অ্যাপ নামক একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে তদন্ত শুরু করতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসেছে বলি তারকাদের নাম। অভিযোগ, বেটিং চক্রের মাথা সৌরভ চন্দ্রকারের বিয়েতে সামিল হয়েছিলেন এই তারকারা। দুবাইয়ে অনুষ্ঠিত ওই বিয়ে বলিউডের কোনও তারকার বিয়েকেও হার মানাবে। সেই বিয়ের অনুষ্ঠানেই নাচ-গান করেছিলেন টাইগার শ্রফ, সানি লিওনির মতো তারকারা। সূত্রের খবর, এবার এই তারকাদের সমন পাঠাতে পারে ইডি। অনলাইন বেটিং চক্রের সঙ্গে তাদের কী যোগ, তা খতিয়ে দেখতেই বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শুক্রবারই কলকাতা সহ দেশের তিনটি শহরে তল্লাশি চালিয়ে নগদ সহ ৪১৭ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে ইডি। তদন্তকারী সংস্থার হাতে যে ডিজিটাল প্রমাণ এসেছে, তাতে জানা গিয়েছে ১১২কোটি টাকা হাওয়ালার মাধ্যমে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় পাঠানো হয়েছিল। দুবাইয়ে হোটেল বুকিংয়ের জন্য নগদ ৪২ কোটি টাকা দেওয়া হয়েছিল।

মহাদেব বুক অ্যাপ নামক ওই বেটিং চক্রের মাথা সৌরভের বিয়েতে যে তারকারা অংশ নিয়েছিলেন, তারা হলেন টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, আলি আসগার, বিশাল দাদলানি, এলি আব্রাহাম, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতি খারবান্দা, নুসরত ভারুচা, কৃষ্ণা অভিষেক, সুখবিন্দর সিং। ইডি সূত্রে খবর, এই সকল তারকাকেই একে একে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে। বেটিং অ্যাপের সঙ্গে তাঁদের কী যোগ ছিল এবং সৌরভের বিয়েতে অনুষ্ঠান করার জন্য কত টাকা পেয়েছিলেন তারকারা, সেই বিষয়ে প্রশ্ন করা হবে।

অপর একটি সূত্রে ইডি জানতে পেরেছে, গত বছর মহাদেব অ্য়াপের একটি সাকসেস পার্টিও দেওয়া হয়েছিল। সৌরভ চন্দ্রকার ও অ্যাপের দ্বিতীয় প্রোমোটার রবি উপ্পল এই পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতেও বলিউডের একাধিক তারকাকে দেখা গিয়েছিল। বলিউডের এক প্রথম সারির অভিনেতাও ওই পার্টিতে গিয়েছিলেন। তাঁর উপস্থিতির বিনিময়ে কোটি টাকা পেয়েছিলেন। ইডির দাবি, অনুষ্ঠানগুলির জন্য় বলিউড তারকারা যে মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন, তা হাওয়ালার মাধ্য়মে পাঠানো হয়েছিল।