Hemant Soren: ১৪-র পর ২৪! আর্থিক তছরুপ মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির

Enforcement Directorate: জমি সংক্রান্ত আর্থিক বেনিয়মের তদন্তে তলব করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। আগামী ২৪ অগস্ট রাঁচিতে ইডির জ়োনাল অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও ১৪ অগস্ট তলব করা হয়েছিল তাঁকে।

Hemant Soren: ১৪-র পর ২৪! আর্থিক তছরুপ মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির
ইডির নজরে হেমন্ত সোরেন।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 9:49 AM

রাঁচি: জমি কেলেঙ্কারি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির। শনিবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করা হয়।আগামী ২৪ অগস্ট তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ১৪ অগস্ট তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি হাজিরা দেননি। এরপরই দ্বিতীয়বার তলব করা হল হেমন্ত সোরেনকে।

জানা গিয়েছে, জমি সংক্রান্ত আর্থিক বেনিয়মের তদন্তে তলব করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। আগামী ২৪ অগস্ট রাঁচিতে ইডির জ়োনাল অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও ১৪ অগস্ট তলব করা হয়েছিল তাঁকে। সেই সময় তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার কারণে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

ইডির সমন নিয়ে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতা রাজেশ ঠাকুর বলেন, “তদন্তকারী সংস্থা নিছক একটা গল্প তৈরি করছে। যেখানে মুখ্যমন্ত্রীর ১৫ অগস্ট পতাকা তোলার কথা, সেখানেই ১৪ অগস্ট তলব করেছিলেন। এখন আবার ২৪ অগস্ট তলব করেছেন কেন? আপনারা তো ১৭ বা ১৮ অগস্ট তলব করতে পারতেন। এতেই প্রমাণিত হচ্ছে যে আপনাদের তদন্তে কোনও তাড়া নেই, আপনারা কেবল বার্তা দিতে চাইছেন। এটা ঠিক নয়।”

জমি দুর্নীতির পাশাপাশি বেআইনি খনন সংক্রান্ত আর্থিক তছরুপের মামলাও রয়েছে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার প্রধানের বিরুদ্ধে। গত বছরই ১৭ নভেম্বর ইডি তাঁকে ৯ ঘণ্টা ধরে জেরা করেছিল ওই আর্থিক তছরুপ মামলায়।