AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Youth arrested for spying: পাকিস্তানের মধু-ফাঁদে পা, যুদ্ধজাহাজ-সাবমেরিনের তথ্য পাচার ইঞ্জিনিয়ারের

Youth arrested for spying: এক আধিকারিক জানান, "তদন্তে দেখা গিয়েছে, জেনেবুঝে এবং ইচ্ছাকৃতভাবে একাধিকবার যুদ্ধজাহাজ ও সাবমেরিনের স্পর্শকাতর তথ্য পাঠিয়েছেন রবীন্দ্র। পাকিস্তানি ইন্টেলিজেন্ট অপারেটিভ(PIO)-কে তথ্যগুলি তিনি পাঠিয়েছেন।"

Youth arrested for spying: পাকিস্তানের মধু-ফাঁদে পা, যুদ্ধজাহাজ-সাবমেরিনের তথ্য পাচার ইঞ্জিনিয়ারের
প্রতীকী ছবিImage Credit: TV9 Network
| Updated on: May 31, 2025 | 11:30 AM
Share

থানে: পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বছর সাতাশের সেই যুবককে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। ধৃতের নাম রবীন্দ্র ভার্মা। ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ ও সাবমেরিনের তথ্য পাচার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

রবীন্দ্র ভার্মার বাড়ি থানের কালওয়ায়। এটিএস জানিয়েছে, তাঁকে হানি ট্র্যাপের জালে ফাঁসায় পাকিস্তানের এক এজেন্ট। সোশ্যাল মিডিয়ায় নিজেকে মহিলা বলে পরিচয় দিয়ে রবীন্দ্র ভার্মার সঙ্গে আলাপ জমায় পাকিস্তানের ওই এজেন্ট। ধীরে ধীরে ওই ইঞ্জিনিয়ারকে মধু-ফাঁদে ফাঁসায়। পাকিস্তানের এজেন্টের মধু-ফাঁদে পা দিয়েই ওই যুবক স্পর্শকাতর তথ্য পাচার করেন। স্কেচ, ডায়াগ্রাম ও অডিয়ো নোটের মাধ্যমে পাকিস্তানের এজেন্টকে তথ্য পাচার করেছেন ওই ইঞ্জিনিয়ার। এর জন্য ভারত ও বিদেশের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁকে টাকাও পাঠানো হয়েছে। বুধবার রবীন্দ্রকে এটিএস গ্রেফতার করে।

এক আধিকারিক জানান, “তদন্তে দেখা গিয়েছে, জেনেবুঝে এবং ইচ্ছাকৃতভাবে একাধিকবার যুদ্ধজাহাজ ও সাবমেরিনের স্পর্শকাতর তথ্য পাঠিয়েছেন রবীন্দ্র। পাকিস্তানি ইন্টেলিজেন্ট অপারেটিভ(PIO)-কে তথ্যগুলি তিনি পাঠিয়েছেন।”

একটি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন রবীন্দ্র। কর্মসূত্রে দক্ষিণ মুম্বইয়ের নৌসেনার ডকইয়ার্ডে যাতায়াত করেন তিনি। এক তদন্তকারী জানান, “ডকইয়ার্ডের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় না। ফলে, সেখানে কাজ করার পর যুদ্ধজাহাজ ও সাবমেরিন নিয়ে স্পর্শকাতর তথ্যগুলি স্কেচ ও ডায়গ্রাম এঁকে পাকিস্তানের এজেন্টকে পাঠাতেন তিনি। অডিয়ো নোটের মাধ্যমেও তথ্য শেয়ার করতেন।” এটিএসের অনুমান, সাবমেরিন ও যুদ্ধজাহাজের নামও পাকিস্তানের এজেন্টকে জানিয়েছেন রবীন্দ্র।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে পাকিস্তানের এজেন্টের সঙ্গে যোগাযোগ রয়েছে রবীন্দ্রর। সোশ্যাল মিডিয়ায় ২ জন তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তিনি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওই ২ জন নিজেদের মহিলা বলে পরিচয় দেয়। এবং জানায়, তারা একটি প্রকল্পে কাজ করছে। যেখানে যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য দরকার। এভাবে ধীরে ধীরে মধু-ফাঁদে রবীন্দ্রকে ফাঁসায়। পুলিশ জানিয়েছে, জেনেবুঝেই সব স্পর্শকাতর তথ্য পাঠিয়েছেন রবীন্দ্র। আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত রবীন্দ্রকে এটিএস হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এর আগে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে।