Manmohan Singh: জ্বর কমেনি এখনও, তবে স্থিতিশীল রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, জানালেন চিকিৎসকরা
Manmohan Singh Health Update: বুধবার চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণের পর জানিয়েছিলেন, শারীরিক দুর্বলতা অনুভব করছেন মনমোহন সিং। সঙ্গে সামান্য জ্বরও রয়েছে তাঁর।
নয়া দিল্লি: স্থিতিশীল রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। বুধবারই তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (AIIMS) ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, ৮৯ বছরের ওই প্রবীণ নেতার জ্বর না কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিন সকালে এইমসের এক চিকিৎসক জানান, জ্বর থাকলেও আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গতকালের তুলনায় শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। বয়সজনিত কারণে তাঁর আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে, সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।
গতকালই বিকালে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করানো হয় মনমোহন সিংকে। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই তাঁর জ্বর এসেছিল। বুধবারও সারাদিন জ্বর না কমায় পারিবারিক চিকিৎসকের পরামর্শেই তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। এইমসের চিকিৎসক নীতীশ নায়েকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।
বুধবার চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণের পর জানিয়েছিলেন, শারীরিক দুর্বলতা অনুভব করছেন মনমোহন সিং। সঙ্গে সামান্য জ্বরও রয়েছে তাঁর। পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ৮৮ বছর বয়সি প্রবীণ কংগ্রেস নেতাকে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছিল।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মার্চ ও এপ্রিল মাসে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ় নিয়েছিলেন। তার কিছুদিন পরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। গত ১৯ এপ্রিল তাঁকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় সোয়াবের নমুনায় পরীক্ষা করা হলে করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তার আগেও গত বছর শারীরিক অস্বস্তি নিয়ে তিনি দিল্লির এইমস হাসপাতালেই ভর্তি হয়েছিলেন।
মনমোহন সিং অসুস্থ, এই খবর পেয়েই তাঁর সুস্থতা কামনা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপর সিং পুরী। তিনি টুইট করে লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজীর দ্রুত সুস্থতা কামনা করি। ঈশ্বর ওনাকে সুস্বাস্থ্য় দিক।”
I wish a speedy recovery to former Prime Minister Dr Manmohan Singh Ji. May God grant him good health. pic.twitter.com/o2u2NMxjqZ
— Hardeep Singh Puri (@HardeepSPuri) October 13, 2021
কংগ্রেসের তরফেও তাদের টুইটার অ্য়াকাউন্ট থেকে মনমোহন সিংয়ের অসুস্থতার কথা জানিয়ে সুস্বাস্থ্যের কামনা করা হয়েছে।