Hanuman Jayanti : সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় পুষ্প বৃষ্টি মুসলিম যুবকদের

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Apr 17, 2022 | 7:15 PM

চলতি মাসেই রাম নবমীর অনুষ্ঠানে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ থেকে লাগাতার সাম্প্রদায়িক হানাহানির খবর সামনে আসে। সংঘর্ষের খবর পাওয়া যায় হনুমান জয়ন্তীতেও। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজস্থানের এই ঘটনা যে সাম্প্রদায়িক সম্প্রতির এক নয়া নজির তৈরি করল তা আর বলার অপেক্ষা রাখে না।

Hanuman Jayanti : সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় পুষ্প বৃষ্টি মুসলিম যুবকদের
হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

Follow Us

কোটা (রাজস্থান) : একদিকে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই সাম্প্রদায়িক হানাহানির (Communal Violence) খবর পাওয়া যাচ্ছে সেখানে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) মিছিলে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখতে পাওয়া গেল রাজস্থানে (Rajasthan)। শনিবার রাজস্থানের কোটায় (Kota in Rajasthan) হিন্দু ধর্মের মিছিলে পা মেলাতে দেখা যায় সংখ্যালঘুদেরও। এমনকী হমুমান জয়ন্তীর এই মিছিলে ভক্তদের উপর পুষ্প বৃষ্টি করতেও দেখা গিয়েছে। যে ঘটনা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকই বলছেন যেখানে একের পর এক ঘটনায় সাম্প্রদায়িকতার বিষবাষ্পে ভরে গিয়েছে গোটা দেশ, সেখানে এই ঘটনা কার্যত নজিরবিহীন। এদিকে চলতি মাসেই রাম নবমী (Ram Navami) ও হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ থেকে লাগাতার সাম্প্রদায়িক হানাহানির খবর সামনে আসে। এমনকি গতকাল হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে গুলি চালনার ঘটনাও ঘটে। আহত হন সাব-ইন্সপেক্টর পদ মর্যাদার এক পুলিশ কর্তাও। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজস্থানের এই ঘটনা যে সাম্প্রদায়িক সম্প্রতির এক নয়া নজির তৈরি করল তা আর বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, শোভাযাত্রাটি রামগঞ্জ মান্ডি শহরের খেরবাদ গ্রামের হনুমান মন্দির থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সিংহভাগ মানুষের গায়েই ছিল গেরুয়া পরিধান। কিন্তু যে রাস্তা ধরে মিছিলটি এগোতে থাকে ওই পথেই পড়ে একটি বড় মুসলিম অধ্যুষিত এলাকা। এমনকী যাত্রাপথে দুটি মসজিদও পড়ে। খেরবাদ এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মসজিদের কাছে মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ঠান্ডা শরবত তুলে দেন কিছু মুসলিম যুবক। ওই সময় কিছু মুসলিম যুবক তাঁদের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের দক্ষতাও প্রদর্শন করেন। রামগঞ্জ মান্ডির জেলা আধিকারিক রাজেশ দাগা জানান, এলাকার যুবক তাহির আহমেদের নেতৃত্বেই প্রথম একটি মিছিল বের হয় খেরবাদের একটি মসজিদ থেকে। সন্ধ্যার নামাজ পাঠের আগে তাঁরাই প্রথম এগিয়ে গিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

দুটি মিছিল থেকে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় তার জন্য শুরু থেকেই ছিল কড়া পুলিশি নজরদারি। এমনকী হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের নেতাদের সঙ্গেই এলাকার আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য আগাম মিটিংও করা হয়। অন্যদিকে কার্যত একই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশের ভোপালেও। সেখানেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হনুমান জয়ন্তীর শোভায় ফুলের পাপড়ি বর্ষণ করেন। দুই সম্প্রদায়ের মানুষই একে অপরকে দেন সৌভ্রাতৃত্বের বার্তা। এই প্রসঙ্গে বলতে গিয়ে এক মুসলিম যুবক বলেন, ‘শোভাযাত্রাকে অভ্যর্থনা জানাতেই আমরা এখানে এসেছি। হিন্দু-মুসলিম সৌভ্রাতৃত্বের যে বাতাবরণ আমাদের শহরে রয়েছে তা আমরা অক্ষুণ্ণ রাখব’। প্রসঙ্গত উল্লেখ্য, হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে যে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটেছিল তাতে পুলিশ এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে। এই ক্ষেত্রে মনে রাখা ভাল দিল্লির ঘটনা ছাড়াও রামনববীর দিন গোটা দেশের মোট ৬টি রাজ্যে সাম্প্রদায়িক হানাহানির খবর মেলে।

আরও পড়ুন- ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ আফ্রিকা, মৃতের সংখ্যা ছাড়ল ৪০০

Next Article