Explained: জাতি ভিত্তিক গণনা- রাহুলের ‘চালে’ কেন ভাত ফোটালেন মোদী?

Caste Based Census: ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী সহ একাধিক বিজেপি নেতৃত্ব জাতি ভিত্তিক গণনাকে "বিভাজনমূলক", "দেশবিরোধী" এবং "আর্বান নকশাল" চিন্তার ফল বলেছিলেন।

Explained: জাতি ভিত্তিক গণনা- রাহুলের চালে কেন ভাত ফোটালেন মোদী?

|

May 05, 2025 | 7:48 AM

মোদীর মাস্টারস্ট্রোক নাকি কংগ্রেসের ‘চাল’ ফুটিয়েই ভাত বানাচ্ছে বিজেপি? কেন্দ্রীয় সরকার জাতি ভিত্তিক জনগণনা ঘোষণা করার পরই এই প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জনগণনার সঙ্গে জাতি ভিত্তিক গণনাও করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশজুড়ে জাতি ভিত্তিক জনগণনার ঘোষণা করতেই শুরু হয়েছে তরজা। কংগ্রেসের দাবি, জাতি ভিত্তিক জনগণনা রাহুল গান্ধীর মস্তিষ্ক প্রসূত। কংগ্রেসের কৃতিত্ব নিজের নামে চালানোর চেষ্টা করছে বিজেপি। সত্যিই কেন হঠাৎ মত বদল হল সরকারের? কেনই বা প্রয়োজন পড়ল জাতি ভিত্তিক জনগণনার? জনগণনা হতে চলেছে ১৬ বছর পর। ২০২১ সালেই জনগণনা হওয়ার কথা থাকলেও, করোনা সংক্রমণের কারণে জনগণনার কাজ আটকে যায়। তারপর বিরোধীরা একাধিকবার জনগণনার দাবি করেছে, সরকারও জনগণনা করার আশ্বাস দিয়েছে, কিন্তু তাতে কখনওই জাতি ভিত্তিক গণনার প্রসঙ্গ আসেনি। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন