AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: সুপ্রিম কোর্ট না সংসদ, কার হাতে বিচারপতি ভার্মার ভবিষ্যৎ!

বিচারপতি ভার্মার পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী কপিল সিবল। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে তিনি আর্জি জানান, যাতে দ্রুত শুনানি করা যায়। তাঁর দাবি, বিষয়টিতে সাংবিধানিক ইস্যু জড়িয়ে আছে, তাই দ্রুত শুনানি প্রয়োজন।

EXPLAINED: সুপ্রিম কোর্ট না সংসদ, কার হাতে বিচারপতি ভার্মার ভবিষ্যৎ!
| Updated on: Jul 29, 2025 | 8:47 AM
Share

রাজনৈতিক নেতা কিংবা মাফিয়া নয়, এক বিচারপতির বাড়িতে গুচ্ছ গুচ্ছ টাকার নোটের বান্ডিল দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। আবারও আলোচনার শীর্ষে সেই বিচারপতি যশবন্ত ভার্মা। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা দেওয়ার পিছনেও বিচারপতি ভার্মার নাম উঠে আসছে। বিরোধীদের স্বাক্ষর করা ইমপিচমেন্টে সম্মতি দিয়েছিলেন ধনখড়। তারপরই পদত্যাগ। তবে সে সব জল্পনা পিছনে রাখলে প্রশ্ন একটাই, কী হবে বিচারপতি ভার্মার ভবিষ্যৎ? কে ঠিক করবে, সুপ্রিম কোর্ট না সংসদ। উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা চলতি বছরের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। বিচারপতি ভার্মার বাসভবনের গুদামে সেদিন আগুন লেগে গিয়েছিল। আগুন নেভাতে গিয়ে ওই বিপুল নগদ টাকা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন