Extra Marital Affair : তৃতীয় ‘স্বামীর’ সঙ্গে পালালেন স্ত্রী, মনের দুঃখে নালিশ জানাতে থানায় হাজির দুই স্বামী!
Extra Marital Affair : পর পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন স্ত্রী। এরপর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে দেখা স্ত্রীর প্রথম স্বামীর সঙ্গে। মহিলার তৃতীয় স্বামীকে ‘শিক্ষা’ দিতে ‘জোট’ বাঁধছেন প্রথম এবং দ্বিতীয় স্বামী।
নাগপুর : স্ত্রী পালিয়েছেন পর পুরুষের সঙ্গে! দুঃখে দিশাহারা হয়ে থানায় স্বামী। সেখানেই সাক্ষাত নিজের স্ত্রীর দ্বিতীয় স্বামীর সঙ্গে। একই মহিলার দুই স্বামীকে পাশাপাশি দেখে আবার চোখ কপালে উঠল পুলিশের। জানা গিয়েছে, ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুর এলাকার। ভরোসা থানায় দুই ব্যক্তি তাঁদের ‘স্ত্রী’র নিখোঁজ ডাইরি করতে এসেছিলেন। সেখান থেকেই খবরটি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, পলাতক সেই মহিলা নিজের ‘দ্বিতীয় স্বামী’র বাড়ি থেকে কয়েকদিন আগেই ‘বাপের বাড়ি’ যাওয়ার নাম করে বেরিয়েছিলেন। তবে তারপরই তিনি নাকি তৃতীয় ‘স্বামী’র সঙ্গে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক মহিলা তাঁর প্রথম স্বামীর সঙ্গে ভালোবেসেই বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। সেই বিয়ের চার বছর পর সেই মহিলা অন্য একজনের প্রেমে পড়েন। তিনি এরপর দ্বিতীয়বার বিয়ে করেন। এক মন্দিরে দ্বিতীয় বিয়ে করেন সেই মহিলা। নাগপুরের কিছু দূরে একটি মন্দিরে সেই বিয়ে হলেও তার কোনও আইনি বৈধতা ছিল না। সেই মহিলার প্রথম ‘স্বামী’ একজন রাজমিস্ত্রি ছিলেন। দ্বিতীয় স্বামী অপটিক ফাইবার বিছানোর কাজে নিয়োজিত ছিলেন। পুলিশ সূত্রে খবর, সেই মহিলার তৃতীয় স্বামীকে ‘শিক্ষা’ দিতে প্রথম এবং দ্বিতীয় স্বামী ‘জোট’ বাঁধছেন।
জানা গিয়েছে, স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকে প্রথম স্বামী মদে আসক্ত হয়ে পড়েছিলেন। এদিকে মহিলার দ্বিতীয় স্বামী অনেক খুঁজে সেই প্রথম স্বামীর সঙ্গে দেখা করেন। অনেক বুঝিয়ে শুনিয়ে সেই প্রথম স্বামীকে সঙ্গে করে দ্বিতীয় স্বামী ভরোসার পুলিশ থানায় পৌঁছেছে। এর আগে নাকি সেই দ্বিতীয় স্বামী সোনেগাওঁ থানাতেও গিয়েছিল। এদিকে ভরোসা থানা এই দুই ব্যক্তির অভিযোগ দায়ের করতে অস্বীকার করে। তাঁদের দুই জনকেই ফের সোনেগাওঁ থানায় যাওয়ার ‘পরামর্শ’ দেওয়া হয়।