AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extreme Poverty Rate: ‘সবকা বিকাশ’, মোদী সরকারের ১১ বছর পূর্তির আগে বড় তথ্য সামনে আনল বিশ্বব্যাঙ্ক

Extreme Poverty Rate: বিশ্বব্যাঙ্কের তথ্য বলছে, ২০১১-১২ সালে যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি চরম দারিদ্রসীমার নিচে থাকা মানুষ বসবাস করতেন, সেই রাজ্যগুলি হল উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ। দেশের চরম দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের মোট সংখ্যার ৬৫ শতাংশ এই রাজ্যগুলিতে বাস করতেন।

Extreme Poverty Rate: 'সবকা বিকাশ', মোদী সরকারের ১১ বছর পূর্তির আগে বড় তথ্য সামনে আনল বিশ্বব্যাঙ্ক
ফাইল ফোটো
| Updated on: Jun 07, 2025 | 4:08 PM
Share

নয়াদিল্লি: ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-র লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে ১০ ও ১১ জুন দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। এরই মধ্যে মোদী সরকারের মুকুটে সাফল্যের নয়া পালক যোগ হল। বিশ্বব্যাঙ্ক জানাল, ভারতে চরম দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। দারিদ্র দূরীকরণে মোদী সরকারের বিভিন্ন কর্মসূচির জেরেই তা সম্ভব হয়েছে বলে দাবি বিজেপির।

বিশ্বব্যাঙ্কের তথ্য বলছে, ২০১১-১২ সালে ভারতে চরম দারিদ্রের হার ছিল ২৭.১ শতাংশ। ৩৪ কোটি ৪৪ লক্ষের বেশি মানুষ চরম দারিদ্রসীমীর নিচে বসবাস করতেন। ২০২২-২৩ সালে সেটাই কমে হয় সাড়ে ৭ কোটির সামান্য বেশি। ২০২২-২৩ সালে দেশে চরম দারিদ্রের হার ছিল ৫.৩ শতাংশ। ফলে বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ১১ বছরে ২৬ কোটি ৯০ লক্ষ মানুষ চরম দারিদ্রসীমার বাইরে এসেছেন।

তথ্য বলছে, ২০১১-১২ সালে যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি চরম দারিদ্রসীমার নিচে থাকা মানুষ বসবাস করতেন, সেই রাজ্যগুলি হল উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ। দেশের চরম দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের মোট সংখ্যার ৬৫ শতাংশ এই রাজ্যগুলিতে বাস করতেন। ২০২২-২৩ সালে চরম দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমার পিছনে আবার এই রাজ্যগুলির হাত রয়েছে। যে ২৬ কোটি ৯০ লক্ষ মানুষ চরম দারিদ্রসীমার বাইরে এসেছেন, তার দুই-তৃতীয়াংশ এই রাজ্যগুলি।

‘সবকা সাথ, সবকা বিকাশ’-র কথা প্রায়ই শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। দারিদ্র দূরীকরণে নানা প্রকল্প শুরু করে মোদী সরকার। পিএম আবাস যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা, আয়ুষ্মান ভারতের মতো নানা প্রকল্প শুরু করেছে। বিভিন্ন প্রকল্পে সরাসরি সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। বিজেপির দাবি, কেন্দ্রের এইসব প্রকল্পের ফলে দেশে চরম দারিদ্রের হার একধাক্কায় এতটা কমেছে।