মোদীর রাজ্যেও থাবা বসাতে চায় আপ, সোমবারই আহমেদাবাদ সফর কেজরীবালের

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 13, 2021 | 9:39 AM

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার গুজরাট সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে ফেব্রুয়ারি মাসে পৌরসভা নির্বাচনে দারুণ ফল করায় ও বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে আসায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

মোদীর রাজ্যেও থাবা বসাতে চায় আপ, সোমবারই আহমেদাবাদ সফর কেজরীবালের
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: দিল্লি থেকে নজর এ বার প্রধানমন্ত্রীর রাজ্যেও। আগামী বছর গুজরাট বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের মনে আম আদমি পার্টির জায়গা করে নিতেই সোমবার আহমেদাবাদ যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। সেখানে তিনি আম আদমি পার্টির দলীয় কার্যালয়ের উদ্বোধনও করবেন।

দিল্লিতে যেভাবে বিজেপিকে হারিয়ে গদি দখল করেছিল আম আদমি পার্টি, সেভাবেই বাকি রাজ্যেও পৌঁছে যেতে চাইছেন অরবিন্দ কেজরীবাল। ইতিমধ্যেই পঞ্জাব ও গুজরাটের বিধানসভা নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে দল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিল আপ।
মুখ্যমন্ত্রীর রাজ্য সফর নিয়ে গুজরাটের দলীয় মুখপাত্র তুলি বন্দ্যোপাধ্যায় জানান, আম আদমি পার্টির রাজ্য ইউনিটের তরফেই আহমেদাবাদের দলীয় কার্যালয় উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। রবিবার বিস্তারিতভাবে সফরসূচি প্রকাশ করা হবে।

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার গুজরাট সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে ফেব্রুয়ারি মাসে পৌরসভা নির্বাচনে দারুণ ফল করায় ও বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে আসায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। আসন্ন নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে প্রধান প্রতিপক্ষ হিসাবে উঠে আসার লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আম আদমি পার্টি। পুরসভা নির্বাচনের মতোই প্রতিটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে আপের, এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন: করোনা নিয়ে কেন্দ্রকে দুষলেও প্রধানমন্ত্রীর সঙ্গেই বৈঠকের ‘আবদার’ স্ট্যালিনের

Next Article