Faizabad Election Results 2024: রামভূমিতে মুখ থুবড়ে পড়ল বিজেপি? কী বলছে অযোধ্যার ফল

Jun 04, 2024 | 3:39 PM

Ayodhya Ram Temple: এ বছরের শুরুতেই মহা সমারোহে রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দির নির্মাণকে হাতিয়ার করে উত্তর প্রদেশে ঝড় তুলতে চেয়েছিল পদ্মশিবির। কিন্তু অযোধ্যার রামমন্দির যে লোকসভা আসনের অধীনে পড়ে, সেই ফৈজাবাদেই পিছিয়ে পড়েছে বিজেপি। এই কেন্দ্রে পিছিয়ে পড়া বিজেপি-র পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা।

Faizabad Election Results 2024: রামভূমিতে মুখ থুবড়ে পড়ল বিজেপি? কী বলছে অযোধ্যার ফল
রামমন্দির উদ্বোধনে মোদী।

Follow Us

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গিলে উত্তর প্রদেশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট যোগীরাজ্যে এগিয়ে রয়েছে এনডিএ-এর থেকে। এ বছরের শুরুতেই মহা সমারোহে রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দির নির্মাণকে হাতিয়ার করে উত্তর প্রদেশে ঝড় তুলতে চেয়েছিল পদ্মশিবির। কিন্তু অযোধ্যার রামমন্দির যে লোকসভা আসনের অধীনে পড়ে, সেই ফৈজাবাদেই পিছিয়ে পড়েছে বিজেপি। এই কেন্দ্রে পিছিয়ে পড়া বিজেপি-র পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা।

ফৈজাবাদ এবং অযোধ্যা যজম শহর। অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। রামমন্দির নির্মাণ ঘিরে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। মন্দির উদ্বোধন নিয়ে বিতর্ক ছড়ালেও প্রচারে কোনও খামতি রাখেনি বিজেপি। কিন্তু ভোটের ফলপ্রকাশ হতেই দেখা গেল মন্দির ইস্যুতে মাইলেজ পেলেন না মোদী-যোগীরা।

ফৈজাবাদ কেন্দ্রে বিজেপি-র প্রার্থী লাল্লু সিং। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ। দুপুর ৩টেয় নির্বাচনের কমিশনের প্রকাশ করা ফল অনুযায়ী ২০ হাজার ২৭৯ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লাল্লু সিং। সমাজবাদী পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন সেখানে।

তবে শুধু ফৈজাবাদ নয়, গোটা উত্তর প্রদেশেই বিপর্যয় নেমে এসেছে বিজেপির। মাত্র ৩৫ আসনে এগিয়ে রয়েছে গেরুয়াশিবির। ২০১৯ সালে সেখানে বিজেপি জিতেছিল ৬২টি আসন। সেখানে সমাজবাদী পার্টি এগিয়ে ৩৪ আসনে এবং কংগ্রেস এগিয়ে ৭টি আসনে। রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ডিম্পল যাবদরা বিপুল ভোটে এগিয়ে গিয়েছেন। উল্টোদিকে বিজেপির মন্ত্রী স্মৃতি ইরনি অমেঠী কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। কিন্তু অযোধ্যায় বিজেপি-র পিছিয়ে পড়া নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে মোদী, শাহ, যোগীদের।

Next Article