Uttar Pradesh: ‘…রাম-সীতা কোথায়?’, তারস্বরে চিৎকার করে হাউহাউ করে কাঁদলেন সাংসদ
Uttar Pradesh: এদিন সেই ঘটনার ভিত্তিতেই সাংবাদিক বৈঠকে বসেন সমাজবাদী পার্টির ফইজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। বৈঠকেই হাউহাউ করে কেঁদে ফেলে তিনি। পাশাপাশি বলেন, 'আমাকে দিল্লিতে পৌঁছতে দিন। আমি এই ঘটনাটিকে সংসদ পর্যন্ত টেনে নিয়ে যাব। প্রধানমন্ত্রীকেও জানাব।'

লখনউ: সাংবাদিক বৈঠকের মাঝে হাউহাউ করে কেঁদে ফেললেন সাংসদ। সঙ্গে বললেন, ‘বিচার না পেলে ইস্তফা দিয়ে দেব’। কিন্তু তাঁর মুখে হঠাৎ কেন এমন কথা?
ঘটনা উত্তরপ্রদেশের। গতকাল অযোধ্যার পরিত্যক্ত একটি খাল থেকে উদ্ধার হয় এক দলিত মহিলার মৃতদেহ। পুলিশি সূত্রে খবর, ধর্ষণের পর খুন করে সেই নির্যাতিতার দেহ খালের মধ্যে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্ত। বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন নির্যাতিতা। পরিবার তরফে থানায় দায়ের করা হয়েছিল অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু যতক্ষণে তার হদিশ মেলে, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। খাল থেকে উদ্ধার হয় নির্যাতিতার দেহ।
এদিন সেই ঘটনার ভিত্তিতেই সাংবাদিক বৈঠকে বসেন সমাজবাদী পার্টির ফইজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। বৈঠকেই হাউহাউ করে কেঁদে ফেলে তিনি। পাশাপাশি বলেন, ‘আমাকে দিল্লিতে পৌঁছতে দিন। আমি এই ঘটনাটিকে সংসদ পর্যন্ত টেনে নিয়ে যাব। প্রধানমন্ত্রীকেও জানাব।’
।Ayodhya MP Avdhesh Prasad ji is in tears due to the cruelty done to a Dalit daughter in Ayodhya pic.twitter.com/SvgaCRwYP7
— Sandeep Singh Deol (@SandeepSin23488) February 2, 2025
এরপরই তিনি জুড়ে দেন নিজের ইস্তফার কথাটাও। তাঁর দাবি, ‘আমাদের মেয়ে বিচার না পেলে আমি ইস্তফা দিয়ে দেব। আমরা নিজেদের তাদের সঠিক সুরক্ষা প্রদানে ক্রমাগত ব্যর্থ হচ্ছি। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কীভাবেই বা মনে রাখবে। তাই এমন পদ নিয়ে বসে থাকার থেকে না থাকা ভাল।’ তবে এখানেই থামেননি সাংসদ। রাজ্যের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলেই ফেলেন, ‘রাম-সীতা আপনারা কোথায়?’
হাতে আর কয়েক দিন। তারপরেই উপনির্বাচন অযোধ্য়ার মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে। আর তার এমন ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েছে রাজনীতি। রাজ্যের মেয়েদের নিরাপত্তা নিয়ে শাসক শিবিরের দিকে প্রশ্ন ছুড়ছে বিরোধীরা। পাল্টা তোপ দাগছে পদ্ম শিবিরও।

