Murder: নিজের মেয়েকেই ২৫ বার ছুরির কোপ বাবার, থামাতে গেলে ঝাঁপিয়ে পড়লেন স্ত্রীর উপরেও, ভাইরাল ভিডিয়ো
Murder: পুলিশ সূত্রে খবর, রামানুজের পরিবারে বেশ কয়েকদিন ধরেই নানা ঝামেলা হচ্ছিল। ঘটনার দিন তা চরমে ওঠে। নিজের মেয়ে, স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয় রামানুজের।
সুরাট: ঘর ভেসে যাচ্ছে রক্তে। মেঝেতে পড়ে কাতরাচ্ছে মেয়ে। তারপরও তাঁর উপর লাগাতার ছুরির কোপ মেরে চলেছে বাবা। কাতর কান্না মায়ের। ছুটে এসে স্বামীকে থামানোরও চেষ্টা করেন। তাঁর উপরও ঝাঁপিয়ে পড়েন তাঁর স্বামী। তাঁকে ছুরি দিয়ে একের পর এক কোপ মারতে থাকেন। ফের ফিরে এসে ঝাঁপিয়ে পড়েন মেয়ের উপর। যতক্ষণ না তাঁর মৃত্যু হয়, ততক্ষণই মারতে থাকেন কোপ। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে। সামনে এসেছে ফুটেজ। ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে গুজরাটের (Gujarat) সুরাটে।
নিজের মেয়ের উপরেই লাগাতার ছুরির কোপ মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এক, দু’বার নয়, একেবারে ২৫ বার ছুরির কোপ মেরে খুনের অভিযোগ উঠেছে সুরাটের ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। গ্রেফতার করা হয়েছে রামানুজ নামে ওই অভিযুক্তকে। তাঁর বাড়ি সুরাটের সত্যনগর এলাকায়। সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৮ তারিখে।
অভিযোগ দায়ের হয় সুরাট পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, রামানুজের পরিবারে বেশ কয়েকদিন ধরেই নানা ঝামেলা হচ্ছিল। ঘটনার দিন তা চরমে ওঠে। নিজের মেয়ে, স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয় রামানুজের। তখনই একেবারে ছুরি নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ব্যক্তি। লাগাতার কোপ মারতে থাকেন মেয়েকে। আবার স্থানীয় সূত্রে খবর, ওই দিন রাতে মেয়ে বাড়িতে কোন ঘরে শোবে তা নিয়ে ঝামেলা শুরু হয়। চলতে থাকে কথা কাটাকাটি। তারমধ্যেই মাথা গরম করে এই কাণ্ড ঘটিয়ে ফেলেন অভিযুক্ত ব্যক্তি।