শ্রীনগর: স্বাধীনতার ৭৫ বছর উদযাপন। দেশজুড়ে উড়ছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সর্বত্রই একই ছবি। রবিবার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেল হিজবুল মুজাহিদিনের কমান্ডার নিহত বুরহান ওয়ানির বাবা মোজাফ্ফর ওয়ানিকেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্র সরকারের তরফে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। সেই মতোই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সরকারি দফতরে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
পুলওয়ামার ত্রালের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক বুরহানির বাবা মোজাফ্ফর ওয়ানি। এদিন তিনিও তাঁর স্কুলে পতাকা তোলেন, উদাত্ত কন্ঠে গান জাতীয় সঙ্গীত। তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন স্কুলের অন্যান্য শিক্ষকরাও।
Father of Hizbul Mujahideen terrorist Burhan Wani who was killed in 2016 hoisted the national flag at a government school in Tral, J&K on Independence Day
(Photo source: Social media) pic.twitter.com/QEO6ZXzRj4
— ANI (@ANI) August 15, 2021
একটি সরকারি নির্দেশিকায় বলা হয়, ‘সমস্ত স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে। স্কুলের সিইও, অধ্যক্ষ কিংবা প্রধান শিক্ষককে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে স্কুলে। ছবি ও ভিডিয়ো গুগল ড্রাইভে আপলোড করতে হবে।’ জম্মু ও কাশ্মীর জুড়ে প্রায় ২৩ হাজার সরকারি স্কুল রয়েছে।
পুলওয়ামার ত্রালের বাসিন্দা বুরহান ওয়ানি ছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের মুখ্য কমান্ডার। খুব অল্প বয়সেই হিজবুল মুজাহিদিনে নিজের জায়গা তৈরি করে নেয় সে। ২০১৬ সালের ৮ জুলাই দক্ষিণ কাশ্মীরে সীমান্ত রক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় সে। বুরহানের মৃত্যুর খবরে আগুন ছড়িয়েছিল উপত্যকায়। ৫-৬ মাস ধরে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। পথে নেমে বিক্ষোভ দেখায় বুরহানের অনুগামীরা জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটে। মারামারি. হানাহানি, পুলিশের উপর একাধিক হামলার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয় উপত্যকায়। নিরাপত্তা রক্ষীদের হাতে তার নিকেশ নিয়ে তোলপাড় শুরু হয় জম্মু কাশ্মীরে। এরপর বুরহান-অনুগামীদের হিংসায় প্রায় ১০০ জনের মৃত্যুও হয়েছিল। বহু মানুষ আহত হয়েছিলেন। বুরহান ছিল মুজাহিদিনের ‘পোস্টার বয়’। আরও পড়ুন: দু’দিন ধরে খাওয়া নেই, কোলের শিশু রাস্তার ধারে প্লাস্টিকে শোওয়ানো! এ এক অন্য যন্ত্রণার আফগানিস্তান