

শুক্রবার সেই উৎসবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী তথা দলের অন্যতম মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত। সন্ধ্যায় পুজো মণ্ডপের সামনে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ান তিনি। কথা বলেন কার্যকর্তাদের দিকে।

উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি সপরিবারে শুক্রবার সন্ধ্যায় উপস্থিত হন TV9-এর দুর্গা পুজো দেখতে। ছিল তাঁর দুই সন্তান।

এদিন মণ্ডপের বসে পুজো দিয়ে বেরিয়ে সুধাংশু ত্রিবেদী বলেন, TV9-এর পুজোয় এসে খুব ভাল লেগেছে। এখানে একদিকে যেমন ভক্তির পরিবেশ আছে, অন্যদিকে রয়েছে উৎসবের আবহ। দুইয়ের মেলবন্ধন অনুভব করলাম এখানে এসে।'

দিল্লির মেজর ধ্যানচাঁর স্টেডিয়ামে চলছে TV9-এর ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার। সাধারণ মানুষ থেকে বিশিষ্ট অতিথিদের সমাগম হচ্ছে প্রায় প্রতিদিনই।