‘আমরা মাছ খাইয়েছিলাম, তোমরা কেন খাওয়াবে না?’ ছাদনাতলাতেই কনেকে ঠাটিয়ে চড় বরের!

Bizarre: বর কনে মঞ্চে দাঁড়ানো, মালা বদলের অপেক্ষা। এমন সময় কয়েকজন বরযাত্রী খাবার খেয়ে, দাঁত খোঁচাতে খোঁচাতে এসে বলেন, মেনুতে মাছ নেই। এতেই বেজায় চটে যান পাত্র। সামনে দাঁড়িয়ে থাকা পাত্রীকে বলেন, মেনুতে কী খাবার রয়েছে?

'আমরা মাছ খাইয়েছিলাম, তোমরা কেন খাওয়াবে না?' ছাদনাতলাতেই কনেকে ঠাটিয়ে চড় বরের!
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jul 13, 2024 | 5:52 PM

লখনউ: জমজমাট বিয়েবাড়ি। অতিথিদের ভিড়ে গমগম করছে। বিয়ের লগ্নে দেরীতে, মালাবদলের আগেই বসে পড়েছিল প্রথম ব্যাচ। স্টেজে বর-কনে দাঁড়িয়ে, হবে মালাবদল। এই সময়ই এল একটা খবর। আর তা শুনেই অগ্নিশর্মা পাত্র। মালা পরানোর বদলে কনেকে ঠাটিয়ে চড় মারলেন বর। এই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল বিয়েবাড়িতে। হাতাহাতি বেধে গেল বর পক্ষ-কনে পক্ষের মধ্যে। ঝামেলা গড়াল থানা পর্যন্ত।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়া জেলায়। বিহারের গোপালগঞ্জের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। নাচ-গান করতে করতেই এসেছিল বরযাত্রী। সবকিছু ঠিকঠাকই চলছিল। ঝামেলা বাধল মালা বদলের সময়।

বর কনে মঞ্চে দাঁড়ানো, মালা বদলের অপেক্ষা। এমন সময় কয়েকজন বরযাত্রী খাবার খেয়ে, দাঁত খোঁচাতে খোঁচাতে এসে বলেন, মেনুতে মাছ নেই। এতেই বেজায় চটে যান পাত্র। সামনে দাঁড়িয়ে থাকা পাত্রীকে বলেন, মেনুতে কী খাবার রয়েছে? পাত্রী জানান, তাদের বিয়ের দিন আমিষ খাবারেক চল নেই। নিরামিষ খাবারের ব্য়বস্থা করা হয়েছে। মাছ রাখা হয়নি। এই শুনেই রাগে চোখ লাল হয়ে যায় পাত্রের। কোনও কথাবার্তা নেই, সোজা চড় মারেন পাত্রীকে।

এদিকে, বরের এই আচরণ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন কনে পক্ষও। দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ভেঙে যায় বিয়ে।