AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajkumar Santoshi: জেলে যেতে হচ্ছে ‘ঘায়েল’র পরিচালককে, দিতে হবে ২ কোটি টাকার জরিমানাও! কেন জানেন?

Rajkumar Santoshi: জানা গিয়েছে, শিল্পপতি অশোক লাল রাজকুমার সন্তোষীকে ১ কোটি টাকা ঋণ দিয়েছিলেন একটি সিনেমার প্রজেক্টের জন্য। পরে রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লক্ষ টাকার ১০টি চেক দেন। কিন্তু তিনি যখন ওই চেক ভাঙাতে যান, তখন অপর্যাপ্ত ফান্ড থাকার কারণে চেকগুলি বাউন্স করে যায়।

Rajkumar Santoshi: জেলে যেতে হচ্ছে 'ঘায়েল'র পরিচালককে, দিতে হবে ২ কোটি টাকার জরিমানাও! কেন জানেন?
রাজকুমার সন্তোষী।Image Credit: Twitter
| Updated on: Feb 18, 2024 | 8:24 AM
Share

আহমেদাবাদ: দুই কোটি টাকার জরিমানা, সঙ্গে দুই বছর কাটাতে হবে জেলে! একটা ভুলেই চরম সাজা পেলেন পরিচালক রাজকুমার সন্তোষী। গুজরাটের জামনগরের একটি আদালতের তরফে পরিচালক রাজকুমার সন্তোষীকে কারাদণ্ডের সাজা ও আর্থিক জরিমানা করা হল। জানা গিয়েছে, চেক বাউন্স সংক্রান্ত একটি মামলাতেই এই সাজা দেওয়া হয়েছে রাজকুমার সন্তোষীকে। আদালতের তরফে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে রায়ের উপরে স্থগিতাদেশের আর্জি জানানোর জন্য।

জানা গিয়েছে, শিল্পপতি অশোক লাল রাজকুমার সন্তোষীকে ১ কোটি টাকা ঋণ দিয়েছিলেন একটি সিনেমার প্রজেক্টের জন্য। পরে রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লক্ষ টাকার ১০টি চেক দেন। কিন্তু তিনি যখন ওই চেক ভাঙাতে যান, তখন অপর্যাপ্ত ফান্ড থাকার কারণে চেকগুলি বাউন্স করে যায়।

এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালতের তরফে পরিচালককে কড়া সাজা দেওয়া হয়।

আদালতের তরফে রাজকুমার সন্তোষীকে ২ বছরের কারাদণ্ডের সাজা ও ২ কোটি টাকা জরিমানা করা হয়। তবে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে পরিচালককে। সাজায় স্থগিতাদেশের আবেদন করতে পারবেন পরিচালক। এর জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে তাঁকে। আদালতের রায়ের পর এখনও অবধি পরিচালকের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।