মধ্যরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত উধমপুরের কারখানা, বায়ুসেনার ৩ ঘণ্টায় প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ ধানুকা এগ্রিটেক লিমি়টেড নামক একটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে আটটি দমকলের ইঞ্জিন পৌঁছলেও কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় বায়ুসেনার সাহায্য নেওয়া হয়।

মধ্যরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত উধমপুরের কারখানা, বায়ুসেনার ৩ ঘণ্টায় প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
বিধ্বংসী আগুনে পুড়ে যায় সামনে দাড়িয়ে থাকা গাড়িগুলিও। ছবি: ANI

|

May 28, 2021 | 9:44 AM

জম্মু: মধ্যরাতে ভয়ানক অগ্নিকাণ্ড জম্মু-কাশ্মীরের উধমপুরে। শুক্রবার রাতে আচমকাই আগুন লাগে উধমপুর জেলার বাত্তাল বাল্লিয়ান শিল্পাঞ্চলে একটি কেমিক্যাল কারখানায়। প্রায় তিনঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এমনকি বায়ু সেনার কাছ থেকেও সাহায্য নিতে হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ ধানুকা এগ্রিটেক লিমি়টেড নামক ওই কারখানায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আটটি দমকলের ইঞ্জিন পৌঁছলেও কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এরপর বায়ুসেনার সাহায্যে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো হয়। নিরাপত্তাবাহিনীর দমকলকর্মীরাও আগুন নেভানো এবং উদ্ধারকার্যে হাত লাগায়। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও গোটা কারখানাটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে বায়ুসেনার এক আধিকারিক জানান, “রাতে আচমকাই উধমপুরের একটি কারখানায় আগুন লাগার খবর আসে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোই। প্রায় তিন ঘণ্টায় চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আশেপাশের বিল্ডিংগুলিকে আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা চলছে।”

ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা না গেলেও প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।

আরও পড়ুন: গোপনাঙ্গে বোতল ঢুকিয়ে নির্মম অত্যাচারের ভিডিয়ো ভাইরাল, বেঙ্গালুরু থেকে গ্রেফতার ৬ বাংলাদেশী