নয়া দিল্লি: ফের বিধ্বংসী আগুন হাসপাতালে। বুধবার রাতে দিল্লির অল ইন্ড্য়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে আগুন লাগে, আগুনের গ্রাসে চলে যায় বিল্ডিংয়ের নবম তলাটি। যদিও দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই তলে কোনও রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
দমকল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ আচমকাই এইমস হাসপাতালে আগুন লাগার খবর মেলে। হাসপাতালের কনভারজেন্স ব্লক অর্থাৎ যেখানে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও ল্যাবরেটরি রয়েছে, সেখানে আগুন লাগে।
#UPDATE | 20 fire tenders rushed to spot: Delhi Fire Service, Director, Atul Garg pic.twitter.com/vuMUmmSpQt
— ANI (@ANI) June 16, 2021
আগুন লাগার খবর মিলতেই ঘটনাস্থানে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় মধ্য রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নবম তলের একটি ফ্রিজে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই গোটা তলে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শে এসে। অন্যদিকে, আগুন লাগার পরই নীচের তলগুলিও দ্রুত খালি করে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এর আগেও এক-দু’মাস আগেই দিল্লির সফদরজং হাসপাতালেও আগুন লেগেছিল।
We have received the emergency call at 10:30 pm. There is no life involved. It was being used for #COVID19 sampling: Deputy Chief Fire Officer, Sunil Choudhary pic.twitter.com/I94GL7hIFI
— ANI (@ANI) June 16, 2021
প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লির লাজপত নগর মার্কেটেও একটি জামা কাপড়ের শোরুমে ভয়াবহ আগুন লাগে। ৪ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগে মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে আগুন লেগে রোগীমৃত্যুর ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: টিকাকরণ নিয়ে অডিট চাইতে ঝড় উঠল পিএসি-র বৈঠকে, চেয়ারম্যান পদ ছাড়তে চাইলেন অধীর