বিচার মেলার আগেই ‘বিচার শেষ’! আদালতের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অভিযুক্ত

অরুণ শর্মার (Arun Sharma) চেম্বারের নম্বর ৪৪৪। সেখানেই গুলি চলে। গুলিতে লুটিয়ে পড়েন ওয়ান উপকার। মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন উপকার।

বিচার মেলার আগেই বিচার শেষ! আদালতের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অভিযুক্ত
ছবি- টুইটার

| Edited By: arunava roy

Jul 13, 2021 | 5:24 PM

নয়া দিল্লি: রাজধানীর আদালতে গুলি চলল। দিল্লির দ্বারকায় (Delhi’s Dwarka) আদালতের মধ্যে গুলি চলার ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই আদালতে (Court) বিচার প্রক্রিয়া চলছিল মৃত ব্যক্তির। মৃতর নাম উপকার।

সোমবার রাত ৯টায় আদালতে গুলি চলে। আদালতে গুলি চলার ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। জানা গিয়েছে, আইনজীবী অরুণ শর্মার চেম্বারের সামনে গুলি চালানো হয়। ঘটনার সময় কাছাকাছি ছিলেন কয়েকজন আইনজীবী। প্রকাশ্যে এভাবে গুলি চলার ঘটনায় তাজ্জব বহু মানুষ।

অরুণ শর্মার চেম্বারের নম্বর ৪৪৪। সেখানেই গুলি চলে। গুলিতে লুটিয়ে পড়েন ওয়ান উপকার। মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন উপকার। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কে বা কারা গুলি চালিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, গুলি চালানোর পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা।

সূত্র মারফৎ জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনার সঙ্গে একজন আইনজীবী জড়িত। তাকে খুঁজছে পুলিশ। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নড়েচড়ে বসেছেন পুলিশ কর্তারা। অভিযুক্তকে দ্রুতই খুঁজে বের করা হবে বলে আশ্বাস পুলিশের। আরও পড়ুন: দেরিতে এল বর্ষা, স্বস্তি দিল্লিবাসীর