Manipur: প্রায় দু-মাস পর প্রথম পণ্যবাহী ট্রেন ঢুকল মণিপুরে

Goods train: নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র থেকে পিঁয়াজ, পশ্চিমবঙ্গ থেকে আলু এবং অসম থেকে ভোগ্যপণ্য ইতিমধ্যে বুকিং করা হয়েছে এবং শীঘ্রই সেগুলি নিয়ে মণিপুরে পৌঁছবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের ট্রেন।

Manipur: প্রায় দু-মাস পর প্রথম পণ্যবাহী ট্রেন ঢুকল মণিপুরে
দু-মাস পর মণিপুরে ঢুকল পণ্যবাহী ট্রেন।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 8:54 PM

ইম্ফল: মণিপুরে (Manipur) হিংসা বন্ধ করতে মরিয়া রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ন্যক্কারজনক ঘটনায় অনেককে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। এবার চালু হল ট্রেন পরিষেবা। প্রায় দু-মাস পর সোমবার মণিপুরে প্রথম পণ্যবাহী ট্রেন ঢুকল। তামেংলোং জেলার খোংসাং স্টেশনে ঢুকল ট্রেনটি। আর এই পণ্যবাহী ট্রেন ঢোকার মধ্য় দিয়েই খোংসাং স্টেশনের উদ্বোধন হল। ট্রেনটিকে স্বাগত জানাতে এদিন খোংসাং স্টেশনে উপস্থিত ছিলেন স্বয়ং মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিং (CM N. Biren Singh)865।

এদিন গুয়াহাটি স্টেশন থেকে খাদ্যশস্য-সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে খোংসাং স্টেশনে ঢুকেছে পণ্যবাহী ট্রেনটি। এই ট্রেনের মধ্য় দিয়ে খোংসাং স্টেশনের উদ্বোধন হল বলে টুইটারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। টুইটারে তিনি লিখেছেন, “আজ পণ্যবাহী ট্রেনের আগমনের মাধ্যমে খোংসাং রেলওয়ে স্টেশনের উদ্বোধনের সাক্ষী হতে পেরে আনন্দিত। এই উন্নয়ন মণিপুরের জনগণের উন্নয়নের বিশেষ সুযোগ দেবে।” এই স্টেশন রাজ্যের বাণিজ্যের প্রসারে এবং রাজ্যবাসীর সামগ্রিক গুণমানকে উন্নত করবে বলেও টুইটারে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, এদিনের পণ্যবাহী ট্রেনের খোংসাং স্টেশনে পৌঁছনোর কথা জানিয়ে টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী যাদবও। টুইটারে তিনি লিখেছেন, “নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মিশ্র মালবাহী ট্রেনটি প্রয়োজনীয় পণ্য (আলু, চাল, চিনি, পেঁয়াজ এবং অন্যান্য খাদ্যপণ্য) বহন করে মণিপুরের খোংসাং স্টেশনে পৌঁছেছে।”

নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র থেকে পিঁয়াজ, পশ্চিমবঙ্গ থেকে আলু এবং অসম থেকে ভোগ্যপণ্য ইতিমধ্যে বুকিং করা হয়েছে এবং শীঘ্রই সেগুলি নিয়ে মণিপুরে পৌঁছবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের ট্রেন। খোংসাং স্টেশন থেকেই পণ্যসামগ্রী ওঠানো-নামানো হবে বলে জানিয়েছেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।