Vande Bharat Sleeper: ভোটের আগেই বড় উপহার, বাংলার গা ঘেঁষেই ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন

Indian Railways: বন্দে ভারত স্লিপার ট্রেনে হাই স্পিডের সঙ্গে অ্যাডভান্সড সেফটি সিস্টেম যোগ করা হয়েছে, রাতে যাত্রীরা শুয়ে শুয়ে ট্রেনে সফর করতে পারবেন।  বন্দে ভারত স্লিপার ট্রেনের গতিও ঘণ্টায় ১৬০ কিলোমিটার হবে।

Vande Bharat Sleeper: ভোটের আগেই বড় উপহার, বাংলার গা ঘেঁষেই ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন
বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit source: PTI

|

Sep 05, 2025 | 7:12 PM

নয়া দিল্লি: বন্দে ভারত সুপারহিট। দেশের বিভিন্ন রুটে ছুটছে সেমি হাই-স্পিড ট্রেন। এবার অপেক্ষা বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train)। যাত্রীদের সুবিধা ও আরামের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। ইতিমধ্যেই সেই ট্রেনের ট্রায়াল রান হয়ে গিয়েছে। কেমন হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ, তার ছবিও সামনে এসেছে। এবার সুখবর এল এই ট্রেনের সূচনা নিয়ে। ভারতীয় রেলওয়ে সূত্রে খবর, চলতি সেপ্টেম্বর মাসেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে। কোন রাজ্যে প্রথম চালু হবে এই ট্রেন?

রেল সূত্রে খবর,  ভোটমুখী বিহারেই প্রথম ছুটতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেন। চলতি সেপ্টেম্বর মাসের শেষভাগেই এই ট্রেনের সূচনা হতে পারে। এখনও পর্যন্ত সরকারের তরফে রুট ঘোষণা না করা হলেও, শোনা যাচ্ছে দিল্লি থেকে পটনা রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন। বিহারের দ্বারভাঙ্গা বা সীতামারহি পর্যন্ত এই রুটের সম্প্রসারণ হতে পারে।

অক্টোবর মাসেই বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। নভেম্বর মাসেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা ঠিক তার আগেই হতে চলেছে। আবার সেই সময়ই দিপাবলী ও ছট পুজোয় রয়েছে। এই সময়ে লক্ষ লক্ষ মানুষ, যারা কর্মসূত্রে বিহারের বাইরে থাকেন, তারাও বাড়ি ফেরেন। ফলে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। এই রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হলে, যাত্রীরা উপকৃত হবেন।

বন্দে ভারত স্লিপার ট্রেনে হাই স্পিডের সঙ্গে অ্যাডভান্সড সেফটি সিস্টেম যোগ করা হয়েছে, রাতে যাত্রীরা শুয়ে শুয়ে ট্রেনে সফর করতে পারবেন।  বন্দে ভারত স্লিপার ট্রেনের গতিও ঘণ্টায় ১৬০ কিলোমিটার হবে। এই ট্রেনের দুই শেষ প্রান্তেই রয়েছে ড্রাইভার কেবিন। এতে বারবার ইঞ্জিন বদল করার প্রয়োজন পড়বে না। অন্যদিকে বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকছে কবচ অ্যান্টি কলিশন সিস্টেম। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কোচে থাকবে সিসিটিভি ক্যামেরা।  সেন্সর বেসড দরজা থাকবে প্রতিটি কোচে। থাকবে আধুনিক বায়ো-ডাইজেস্টার টয়লেট।