Jharkhand Political Crisis: ‘নিখোঁজ’ হেমন্তের ৪ বিধায়ক, বাকিদের রাজ্যের বাইরে পাঠাতে গিয়েও বিপত্তি
Hemant Soren: হেমন্ত সোরেনের ইস্তফার পর মহাজোটের তরফে মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নাম প্রস্তাব করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থনপত্র নিয়ে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের রাজভবনে গিয়ে মহাজোটের সরকার গঠনের দাবি জানিয়েছেন চম্পাই। এসবের মধ্যেই ঘোড়া কেনাবেচার আশঙ্কায় জোটের বিধায়কদের কংগ্রেস শাসিত তেলঙ্গানায় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল।

রাঁচি: ঝাড়খণ্ডে বুধবার থেকে চূড়ান্ত নাটকীয়তা। টানটান উত্তেজনা। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেন। আর তারপর থেকে একের পর এক নাটকীয় মোড় রাঁচির রাজনীতিতে। তৈরি হচ্ছে ঘোড়া কেনাবেচার আশঙ্কা। জেএমএম-এর নেতৃত্বে জোট সরকারের বিধায়কদের আগলে রাখার তুমুল চেষ্টা চলছে। হেমন্তের দলের চার জন বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানেও তৈরি হয়েছে ‘অপারেশন লোটাসের’ আশঙ্কা। চর্চা শুরু হয়েছে ‘রিসর্ট রাজনীতি’ নিয়ে। ঘোড়া কেনাবেচার আশঙ্কায় শাসক মহাজোটের ৩৯ জন বিধায়ককে কংগ্রেস শাসিত তেলঙ্গানায় উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু সেই বিমান এখনও উড়তেই পারল না।
প্রাথমিকভাবে ঠিক হয়েছিল রাঁচি থেকে তেলঙ্গানায় উড়িয়ে নিয়ে যাওয়া হবে শাসক জোটের বিধায়কদের। কিন্তু সে আশায় সেগুড়ে বালি। উড়তেই পারল না বিমান। ঘন কুয়াশা। দৃশ্যমানতা খুবই কম। খারাপ আবহাওয়ার জন্য বিধায়কদের নিয়ে হায়দরাবাদগামী বিমান উড়তেই পারল না রাঁচি বিমানবন্দর থেকে। ফলে বিধায়কদের আপাতত রাঁচিতেই থেকে যেতে হয়েছে।
এদিকে হেমন্ত সোরেনের ইস্তফার পর মহাজোটের তরফে মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নাম প্রস্তাব করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থনপত্র নিয়ে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের রাজভবনে গিয়ে মহাজোটের সরকার গঠনের দাবি জানিয়েছেন চম্পাই। এসবের মধ্যেই ঘোড়া কেনাবেচার আশঙ্কায় জোটের বিধায়কদের কংগ্রেস শাসিত তেলঙ্গানায় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল। হায়দরাবাদে বিধায়কদের থাকার জন্য বন্দোবস্তও করা হয়ে গিয়েছিল। কিন্তু সেখানেও শেষ বেলায় বিপত্তি।
বৃহস্পতিবার সকাল থেকেই রাঁচিতে আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল। সকাল থেকেই বৃষ্টি চলেছে দিনভর। এরপর সন্ধেয় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাঁচি। এই পরিস্থিতিতে বিমান ওড়ানো সম্ভব নয়। এটিসি থেকে বিমান উড়ানের অনুমতি দেওয়া হয়নি। বিধায়করা বিমানে উঠেও পড়েছিলেন। কিন্তু তারপর হঠাৎ শেষ বেলায় এই বিপত্তি। আপাতত বিধায়কদের বিমান থেকে নামিয়ে জোটের যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে সার্কিট হাউজ়ে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে।





