মোদীর স্বপ্ন সত্যি হবে এবার, মলদ্বীপ ভুলে লাক্ষাদ্বীপে ছুটবেন সবাই, বড় পরিকল্পনা এল সামনে

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 05, 2024 | 12:34 PM

Lakshadweep: কারাভাতি, আগাতি, মিনিকয় দ্বীপে বড় ভেসেল রাখার ব্যবস্থা থেকে শুরু করে কালপেনি, কাদমঠ, আন্দ্রোথ দ্বীপের মতো দ্বীপগুলিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মোদীর স্বপ্ন সত্যি হবে এবার, মলদ্বীপ ভুলে লাক্ষাদ্বীপে ছুটবেন সবাই, বড় পরিকল্পনা এল সামনে
লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: X

Follow Us

লাক্ষাদ্বীপ: মলদ্বীপ-লাক্ষাদ্বীপ বিতর্কের কেটে গিয়েছে এক বছর। মলদ্বীপের বদলে পর্যটকরা ছুটছিলেন লাক্ষাদ্বীপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণের যে আর্জি জানিয়েছিলেন, তা আরও জোরদার করতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, লাক্ষাদ্বীপকে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে সাজিয়ে তুলতে একাধিক বড় প্রকল্প আনছে সরকার।

সিএনএন-নিউজ১৮র প্রতিবেদন অনুযায়ী, কারাভাতি, আগাতি, মিনিকয় দ্বীপে বড় ভেসেল রাখার ব্যবস্থা থেকে শুরু করে কালপেনি, কাদমঠ, আন্দ্রোথ দ্বীপের মতো দ্বীপগুলিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, শীঘ্রই প্রথম প্রকল্পের কাজ শুরু হবে। এর জন্য খরচ হবে ৩০৩ কোটি টাকা। লাক্ষাদ্বীপে মাল্টি-মডেল জেটি তৈরি করা হবে। একইসঙ্গে প্যাসেঞ্জার ওয়েটিং হল তৈরি করা হবে। কালপেনি, কাদমাঠ,, কারাভেতি, আগাতি, মিনিকয় দ্বীপে আধুনিক প্রযুক্তির পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

লাক্ষাদ্বীপ  ও কেন্দ্রীয় সরকারের তরফেই এই প্রকল্পের যাবতীয় খরচ বহন করা হবে। কোচি পোর্ট অথারিটি প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে।

প্রসঙ্গত, গত বছরই লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ছবি পোস্ট করার পরই বিরোধ বাধে মলদ্বীপের সঙ্গে। কটাক্ষ করেন মলদ্বীপের মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর এই অপমানের পরই বয়কট মলদ্বীপের ডাক দেওয়া হয়। এর জেরে ব্যপক ক্ষতিগ্রস্ত হয় মলদ্বীপের পর্যটন।

Next Article