নতুন CDS পেল দেশ, কে এই হরি কুমার?
রাধাকৃষ্ণন হরি কুমারের কাছে দিল্লির জওহরলাল নেহরু কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও লন্ডনেক কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রিও রয়েছে। তিনি মুম্বই ইউনিভার্সিটি থেকে এমফিল করেছেন। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করেছেন তিনি।

নয়া দিল্লি: দেশ পেল নতুন চিফ অব ডিফেন্স স্টাফ। অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমারকে নিয়োগ করা হল দেশের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে। নাভাল স্টাফের প্রাক্তন প্রধান তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পদ এটি।
১৯৬২ সালের ১২ এপ্রিল কেরলের তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন আর হরি কুমার। তিন সন্তানের মধ্যে সবথেকে বড় তিনি। থাঞ্জাভুরের সেক্রেড হার্ট কনভেন্ট স্কুলে পড়াশোনা তাঁর। এরপর কার্মেল কনভেন্ট স্কুল ও মন্নম মেমোরিয়াল হাই স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। তিরুবনন্তপুরমের গভর্মেন্ট আর্টস কলেজ থেকে প্রি-ডিগ্রি কোর্স করেন।
১৯৭৯ সালের জানুয়ারি মাসে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। ১৯৮১ সালে তিনি স্নাতক হন। ১৯৯৬ সালে তিনি আমেরিকার রোড আইল্যান্ডে নাভাল স্টাফ কোর্সে যোগ দেন। ২০০৯ সালে তিনি লন্ডনের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিতে যোগ দেন।
রাধাকৃষ্ণন হরি কুমারের কাছে দিল্লির জওহরলাল নেহরু কলেজ থেকে স্নাতক ডিগ্রি ও লন্ডনেক কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রিও রয়েছে। তিনি মুম্বই ইউনিভার্সিটি থেকে এমফিল করেছেন। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করেছেন তিনি।
কর্মজীবন–
১৯৮৩ সালের ১ জানুয়ারি তিনি ভারতীয় নৌসেনায় যোগ দেন। আইএনএস রঞ্জিতের গানারি অফিসার ছিলেন তিনি। এরপর আইএমএস রণবীর এবং আইএনএস কুঠারের গানারি অফিসার ছিলেন তিনি। আইএনএস বিপুলের এগজেকিউটিভ অফিসারও ছিলেন তিনি।
২০২১ সালের ৯ নভেম্বর হরি কুমারকে চিফ অব নাভাল স্টাফ হিসাবে নিয়োগ করা হয়। ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে ছিলেন তিনি।

