শিমলা: প্রয়াত হলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং (৮৭)। এ দিন ভোর রাতে তাঁর মৃত্যু হয়। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি।
চলতি সপ্তাহের সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা বীরভদ্র সিং হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে। বুধবার থেকে শ্বাসকষ্ট শুরু হওয়া তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। বুধবার রাত ৩ টে ৪০ মিনিট নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Himachal Pradesh: The mortal remains of former Himachal Pradesh CM & Congress leader Virbhadra Singh brought to his residence in Shimla.
He passed away earlier this morning at Shimla's Indira Gandhi Medical College and Hospital. He was 87-years-old. pic.twitter.com/gCxg9Mtruq
— ANI (@ANI) July 8, 2021
নয়বারের বিধায়ক বীরভদ্র টানা ছয় বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদেও দায়িত্ব সামলেছিলেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল অবধি বিরোধী দলনেতার দায়িত্বও সামলেছিলেন তিনি। পর্যটন ও অসামরিক উড়ান মন্ত্রক, শিল্প প্রতিমন্ত্রী এবং স্টিল ও ক্ষুদ্র শিল্প মন্ত্রীও ছিলেন তিনি। তাঁর স্ত্রী প্রতিভা সিং ও ছেলে বিক্রমাদিত্য সিংও রাজনীতির সঙ্গে জড়িত। প্রতিভা সিং প্রাক্তন সাংসদ এবং বিক্রমাদিত্য সিং শিমলার বিধায়ক।
Virbhadra Singh had a long political career, with rich administrative and legislative experience. He played a pivotal role in Himachal Pradesh and served the people of the state. Saddened by his demise. Condolences to his family and supporters: Prime Minister Narendra Modi pic.twitter.com/gxJolEaeWg
— ANI (@ANI) July 8, 2021
চলতি বছরেই তিনি দু মাসের অন্তরে দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রথমবার ১২ এপ্রিল ও দ্বিতীয়বার ১১ জুন তিনি করোনা আক্রান্ত হন। এপ্রিল মাসে তিনি যখন করোনা আক্রান্ত হন, তাঁকে চণ্ডীগঢ়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের তাঁর বুকে ব্যাথা হয় ও শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তারপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: সময়ের কাঁটা ঘুরে ৩০ বছর বাদে বাবার সামলানো গদিতেই বসলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া