Babbar Khalsa Terrorists: ISI মদতপুষ্ট বব্বর খালসার ৪ জঙ্গি ধরা পড়ল পঞ্জাবে
Babbar Khalsa Terrorists: ধৃতদের মধ্যে অজয় কুমার পুলিশের গুলিতে জখম হয়েছে। ধৃত ওই সন্দেহভাজন জঙ্গি পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল। তখন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

চণ্ডীগড়: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সন্ত্রাসদমন অভিযানে জোর দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে পঞ্জাবে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হল। পাকিস্তানের আইএসআই-র মদতপুষ্ট বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গি সংগঠনের সদস্য তারা। আটক করা হয়েছে এক নাবালককেও। সেও জঙ্গি কার্যকলাপে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ধৃত চার জনের নাম নরেশ কুমার ওরফে বাব্বু, অভিনব ভগত ওরফে অভি, অজয় কুমার ওরফে আজ্জু এবং সানি কুমার। আইন অনুযায়ী ওই নাবালকের নাম প্রকাশ করেনি পুলিশ। পঞ্জাবের ডিজিপি জানান, ধৃত জঙ্গিরা বিদেশে বসবাসকারী গ্যাংস্টার জীবন ফৌজি ও তার বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) গ্রুপের হয়ে কাজ করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জঙ্গি সংগঠনের তালিকায় রয়েছে বিকেআই। ধৃতরা পুলিশ স্টেশনগুলিতে গ্রেনেড হামলার ছক কষেছিল।
ধৃতদের মধ্যে অজয় কুমার পুলিশের গুলিতে জখম হয়েছে। ধৃত ওই সন্দেহভাজন জঙ্গি পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল। তখন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। গৌরব যাদব বলেন, “চারজনকে ধরার পর তাদের কাছে কী রয়েছে, তা দেখতে তল্লাশি চালানো হচ্ছিল। তখন অজয় কুমার পুলিশের হাতিয়ার ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে জখম হয় সে। এখন সে চিকিৎসাধীন।”
ধৃতদের কাছ থেকে একটি গ্রেনেড এবং একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ডিজিপি জানান, “জঙ্গি এই সংগঠনের পুরো নেটওয়ার্ককে ধরতে তদন্ত চলছে। পঞ্জাবে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সন্ত্রাসী মডিউল গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর পুলিশ।

