Emmanuel Macron: মন কেড়েছে কাওয়ালি, দরগায় ঠায় বসে রইলেন ম্যাক্রঁ, দেখুন সেই ভিডিয়ো

Republic Day 2024: শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগায় যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্য়াক্রঁ। তাঁর সঙ্গে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ৭০০ বছরের পুরনো ওই দরগায় গিয়ে শ্রদ্ধা অর্পণ করেন ম্যাক্রঁ। প্রায় আধ ঘণ্টা ছিলেন তিনি। দরগার বাইরের চত্বরে বসে তিনি কাওয়ালি উপভোগ করেন।

Emmanuel Macron: মন কেড়েছে কাওয়ালি, দরগায় ঠায় বসে রইলেন ম্যাক্রঁ, দেখুন সেই ভিডিয়ো
দরগায় ফ্রান্সের প্রসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।Image Credit source: AFP

|

Jan 27, 2024 | 4:48 PM

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে ভারতে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে, ২৫ জানুয়ারিই ভারতে আসেন ম্যাক্রঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র সঙ্গে ঘুরে দেখেন জয়পুর শহর। আমের ফোর্ট, হাওয়া মহল থেকে যন্তর মন্তর ঘুরে দেখেন তিনি। স্বাদ নেন জয়পুরের বিশেষ মশলা চায়ের। তাঁকে রাম মন্দিরের রেপ্লিকা উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। এবার সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে তিনি গেলেন দরগায়। সেখানে বসে উপভোগ করলেন সুফি সঙ্গীত কাওয়ালি (Qawwali)।

শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগায় যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্য়াক্রঁ। তাঁর সঙ্গে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ৭০০ বছরের পুরনো ওই দরগায় গিয়ে শ্রদ্ধা অর্পণ করেন ম্যাক্রঁ। প্রায় আধ ঘণ্টা ছিলেন তিনি। দরগার বাইরের চত্বরে বসে তিনি কাওয়ালি উপভোগ করেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে বসে রয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রঁ। তাঁর পাশে বসে ফ্রান্সের অন্যান্য প্রতিনিধিরা। উল্টেদিকে বসে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর গলায় লাল চাদর জড়ানো। বাকিদের গোলাপি চাদরে দেখা গেলেও, ফ্রান্সের প্রেসিডেন্টের গলায় ছিল নীল রঙের চাদর।

শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে কর্তব্যপথে আসেন তিনি। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশে বসে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখেন। রাতে ম্যাক্রঁর সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনে।