কল্যাণী থেকে পানাগড়, ভোল বদলে গেল ১০৩টি স্টেশনের, বৃহস্পতিবারে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Indian Railways: প্রকল্পের প্রাথমিক লক্ষ্যই হল পরিষ্কার স্টেশন তৈরি, আরামদায়ক বিশ্রামের জায়গা, টয়লেট, প্ল্যাটফর্ম এবং আধুনিক এন্ট্রি ও  এক্সিট পয়েন্ট তৈরি করা। এছাড়া লিফট, এসকেলেটর ও ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

কল্যাণী থেকে পানাগড়, ভোল বদলে গেল  ১০৩টি স্টেশনের, বৃহস্পতিবারে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নব রূপে জয়চণ্ডী পাহাড়।Image Credit source: X

|

May 21, 2025 | 7:31 PM

নয়া দিল্লি: কাছে-পিঠে হোক বা দূরে, অনেকেরই যাতায়াতের ক্ষেত্রে ভরসা ট্রেন। যাত্রী পরিষেবা উন্নত করতে ভারতীয় রেলওয়ে অনেক পদক্ষেপ করেছে। শুধুমাত্র ট্রেনের পরিষেবাই নয়, যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিরও ব্য়াপক উন্নতি করা হয়েছে। আগামিকাল, ২২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০৩টি নতুন অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করতে চলেছেন।

রাজস্থানের বিকানের থেকে প্রধানমন্ত্রী মোদী এই ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৬টি জেলায় এই স্টেশনগুলি তৈরি ও সংস্কার করা হবে। এর জন্য মোট ১১০০ কোটি টাকা খরচ করা হয়েছে।

প্রসঙ্গত, অমৃত ভারত স্কিমের অধীনে দেশের ১৩০০-রও বেশি স্টেশনের সংস্কার করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি স্টেশনের জন্য আলাদা পরিকল্পনা করা হয়েছে, এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে স্টেশনগুলির সংস্কার করা হয়েছে। এর মধ্যে বাংলার তিনটি স্টেশনও রয়েছে। এগুলি হল কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চণ্ডী পাহাড়।

এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্যই হল পরিষ্কার স্টেশন তৈরি, আরামদায়ক বিশ্রামের জায়গা, টয়লেট, প্ল্যাটফর্ম এবং আধুনিক এন্ট্রি ও  এক্সিট পয়েন্ট তৈরি করা। এছাড়া লিফট, এসকেলেটর ও ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

যাত্রীদের অভিজ্ঞতা আরও ভাল করার জন্য এগজেকিউটিভ লাউঞ্জ ও স্পেশাল এরিয়া তৈরি করা হয়েছে বিজনেস মিটিংয়ের জন্য। ওয়ান স্টেশন, ওয়ান প্রোডাক্ট স্কিমের অধীনে প্ল্যাটফর্মে কিয়স্কে দেশীয় পণ্য বিক্রি করার ব্যবস্থাও করা হয়েছে।

অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিশেষ নজর দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য।

এই স্টেশনগুলিতে স্থানীয় সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে। যেমন আহমেদাবাদ স্টেশনে মোদেরা সূর্য মন্দির ফুটিয়ে তোলা হয়েছে, দ্বারকা স্টেশনে ফুটিয়ে তোলা হয়েছে দ্বারকাদীশ মন্দির, ওড়িশার বালেশ্বর স্টেশনে জগন্নাথ মন্দির ফুটিয়ে তোলা হয়েছে।