
নয়া দিল্লি: কাছে-পিঠে হোক বা দূরে, অনেকেরই যাতায়াতের ক্ষেত্রে ভরসা ট্রেন। যাত্রী পরিষেবা উন্নত করতে ভারতীয় রেলওয়ে অনেক পদক্ষেপ করেছে। শুধুমাত্র ট্রেনের পরিষেবাই নয়, যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিরও ব্য়াপক উন্নতি করা হয়েছে। আগামিকাল, ২২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০৩টি নতুন অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করতে চলেছেন।
রাজস্থানের বিকানের থেকে প্রধানমন্ত্রী মোদী এই ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৬টি জেলায় এই স্টেশনগুলি তৈরি ও সংস্কার করা হবে। এর জন্য মোট ১১০০ কোটি টাকা খরচ করা হয়েছে।
PM Modi will inaugurate 3 redeveloped railway stations in West Bengal (Panagarh, Kalyani Ghoshpara and Joychandi Pahar) on May 22 via video conferencing.
These are among 103 stations revamped under the Amrit Bharat Station Scheme to improve passenger amenities and boost regional… pic.twitter.com/fDCZA3kYFK
— 🇮🇳 Amαr (@Amarrrrz) May 20, 2025
প্রসঙ্গত, অমৃত ভারত স্কিমের অধীনে দেশের ১৩০০-রও বেশি স্টেশনের সংস্কার করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি স্টেশনের জন্য আলাদা পরিকল্পনা করা হয়েছে, এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে স্টেশনগুলির সংস্কার করা হয়েছে। এর মধ্যে বাংলার তিনটি স্টেশনও রয়েছে। এগুলি হল কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চণ্ডী পাহাড়।
এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্যই হল পরিষ্কার স্টেশন তৈরি, আরামদায়ক বিশ্রামের জায়গা, টয়লেট, প্ল্যাটফর্ম এবং আধুনিক এন্ট্রি ও এক্সিট পয়েন্ট তৈরি করা। এছাড়া লিফট, এসকেলেটর ও ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থাও করা হচ্ছে।
#AmritBharatStationScheme: A New Era for Indian Rail Infrastructure
💠 On May 22, Prime Minister @narendramodi to inaugurate 103 #AmritBharat stations across 18 states from Bikaner, Rajasthan
💠 The Amrit Bharat Station Scheme is a long-term plan to improve railway stations… pic.twitter.com/9pxONKQPnO
— PIB India (@PIB_India) May 21, 2025
যাত্রীদের অভিজ্ঞতা আরও ভাল করার জন্য এগজেকিউটিভ লাউঞ্জ ও স্পেশাল এরিয়া তৈরি করা হয়েছে বিজনেস মিটিংয়ের জন্য। ওয়ান স্টেশন, ওয়ান প্রোডাক্ট স্কিমের অধীনে প্ল্যাটফর্মে কিয়স্কে দেশীয় পণ্য বিক্রি করার ব্যবস্থাও করা হয়েছে।
অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিশেষ নজর দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য।
এই স্টেশনগুলিতে স্থানীয় সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে। যেমন আহমেদাবাদ স্টেশনে মোদেরা সূর্য মন্দির ফুটিয়ে তোলা হয়েছে, দ্বারকা স্টেশনে ফুটিয়ে তোলা হয়েছে দ্বারকাদীশ মন্দির, ওড়িশার বালেশ্বর স্টেশনে জগন্নাথ মন্দির ফুটিয়ে তোলা হয়েছে।