করোনার বাড়বাড়ন্তেই ফল ব্যবসায়ী হয়ে গেলেন চিকিৎসক, ডিসপেনসারি থেকে ধৃত ভুয়ো চিকিৎসক

ঈপ্সা চ্যাটার্জী |

May 09, 2021 | 1:00 PM

চন্দন নরেশ চৌধুরী নামে ওই ব্যক্তি নাগপুরে আগে ফল ও আইসক্রিম বিক্রি করতেন। এরপর তিনি ইলেকট্রিশিয়ান হিসাবেও কাজ শুরু করেন।

করোনার বাড়বাড়ন্তেই ফল ব্যবসায়ী হয়ে গেলেন চিকিৎসক, ডিসপেনসারি থেকে ধৃত ভুয়ো চিকিৎসক
একটি সংবাদপত্রের সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছেপ্রতীকী চিত্র।

Follow Us

নাগপুর: করোনাকালে কালোবাজারি নতুন কোনও বিষয় নয়, ওষুধ ও অক্সিজেনের আকাল দেখা দিতেই তা নিয়ে জালিয়াতি ব্য়বসা চলছে। এ বার ধরা পড়লেন ভুয়ো চিকিৎসকও। পেশায় ফল ব্যবসায়ী হলেও মানুষের অসহায়তার সুযোগ নিয়ে দিব্যি পসার সাজিয়ে বসেছিলেন ভুয়ো চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দন নরেশ চৌধুরী নামে ওই ব্যক্তি নাগপুরে আগে ফল ও আইসক্রিম বিক্রি করতেন। এরপর তিনি ইলেকট্রিশিয়ান হিসাবেও কাজ শুরু করেন। পাঁচ বছর আগে ওম নারায়ণ মাল্টিপারপস সোসাইটি নামে একটি অনুদানপ্রাপ্ত ট্রাস্টও খুলে বসেন। সেখানে তিনি রোগীদের আয়ুর্বেদিক ও ন্যাচেরোপ্যাথিক চিকিৎসা করতেন।

মহারাষ্ট্রের দুর্বিষহ করোনা পরিস্থিতির সুযোগ নিয়েই ওই ব্যক্তি ডিসপেনসারিতে করোনা চিকিৎসাও শুরু করেন। এক স্থানীয় বাসিন্দার নজরে বিষয়টি আসতেই তিনি ভুয়ো চিকিৎসক সম্পর্কে জেলা পুলিশের কাছে অভিযোগ জানান। এরপরই গোটা ঘটনাটি সামনে আসে।

সূত্র মারফত খবর পেয়েনই পুলিশ চৌধুরীর ডিসপেনসারিতে হানা দেন এবং ভুয়ো চিকিৎসক হিসাবে ব্যবসা চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে। ডিসপেনসারি থেকে এক্সিজেন সিলিন্ডার, সিরিঞ্জ ও অন্যান্য বেশ কিছু ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: করোনাকালে মনোবল বাড়াবেন আজিম প্রেমজি থেকে মোহন ভাগবত, ৪দিনের উদ্যোগ আরএসএসের

Next Article