G20 Working Group Meeting: বিশ্বমঞ্চে ভারতের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা, খাজুরাহোয় শুরু হচ্ছে জি-২০ ওয়ার্কিং গ্রুপের বৈঠক
বুধবার থেকে মধ্য প্রদেশের খাজুরাহোয় শুরু হচ্ছে প্রথম জি-২০ সাংস্কৃতিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন।

ভোপাল: প্রথম জি-২০ ওয়ার্কিং গ্রুপের সাংস্কৃতিক বৈঠক হতে চলেছে আজ। বুধবার থেকে মধ্য প্রদেশের খাজুরাহোয় শুরু হচ্ছে প্রথম জি-২০ সাংস্কৃতিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক(G-20 Cultural Working Group Meeting)। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন। আজ, ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই বৈঠক। চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি অবধি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি, মধ্য প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি সহ একাধিক নেতা-মন্ত্রীরা। মহারাজা ছত্রসার কনভোকেশন সেন্টারে ‘রিটার্ন অব ট্রেজার’ নামক একটি প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, জি-২০-র প্রতিনিধিরা খাজুরাহো বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁদের বাধাই ও রাই আঞ্চলিক নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হবে। মধ্য প্রদেশের বিভিন্ন চিত্রকলা তাদের উপহার দেওয়া হবে। ব্লক পেইন্টিং, হেনা আর্টের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। বৈঠকের প্রথম দিনে পদ্মশ্রী প্রাপ্ত শ্রী নেকরাম, যিনি মিলেট ম্যানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
২৩ ফেব্রুয়ারি খাজুরাহো ডান্স ফেস্টিভালের আয়োজন করা হয়েছে। জি-২০ র সদস্যরা মধ্য প্রদেশের বিভিন্ন মন্দির, যা ইউনেসকোর দ্বারা হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, সেই মন্দিরগুলি ঘুরে দেখবেন। পাশাপাশি তারা পান্না টাইগার রিজার্ভে যাবেন। জানা গিয়েছে, ১২৫ জনেরও বেশি প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবেন।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মহারাজা ছত্রসাল কনভেনশন সেন্টারে মোট চারটি ওয়ার্কিং গ্রুপ সেশনের আয়োজন করা হয়েছে। খাজুরাহো, হাম্পি, ভুবনেশ্বর ও বারাণসীতে এই বৈঠকগুলির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
