Pahalgam Terrorist Attack: ভারত জবাব দেবে… গর্জে উঠলেন গম্ভীর-সৌরভ-সচিনরা

Cricketers on Jammu Kashmir Terror Attack: ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে তরুণ প্রজন্মের শুভমন গিলের মতো তারকারাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি গর্জে উঠেছেন।

Pahalgam Terrorist Attack: ভারত জবাব দেবে... গর্জে উঠলেন গম্ভীর-সৌরভ-সচিনরা
ভারত জবাব দেবে... গর্জে উঠলেন গম্ভীর-সৌরভ-সচিনরাImage Credit source: PTI

Apr 23, 2025 | 3:09 PM

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিরীহ পর্যটকদের মৃত্যু হয়েছে মঙ্গলবার। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে জঙ্গি হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন ক্রিকেট জগতের তারকারা। ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে তরুণ প্রজন্মের শুভমন গিলের মতো তারকারাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি গর্জে উঠেছেন। এই সন্ত্রাসবাদী হামলার জন্য দেশজুড়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। এ বার চুপ নেই দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। সকলেই বলে দিচ্ছেন, ভারত এর জবাব দেবে।

এক্স হ্যান্ডেলে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর লেখেন, ‘নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের শাস্তি হবে। ভারত জবাব দেবে।’

গৌতম গম্ভীরের মতো এক্স হ্যান্ডেলে সচিন তেন্ডুলকরও বার্তা দিয়েছেন। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

এক্স হ্যান্ডেলে ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও বার্তা দিয়েছেন। মহারাজ লিখেছেন, ‘পহেলগাঁওয়ে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। ভারত সরকারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কাউকে রেহাই দেওয়া হবে না।’

নিম্নে দেখুন দেশের বর্তমান ও প্রাক্তন একাধিক ক্রিকেটাররা পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কী বলছেন?