AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digital India: ফুটপাথে সবজি কিনে UPI-এ পেমেন্ট করলেন, ভারতের ডিজিটাল ইকোনমি সিস্টেমে মুগ্ধ জার্মানির মন্ত্রী

UPI: ভারতের ডিজিটাল ইকোনমি বিপ্লবের অংশ হওয়ার জন্য জার্মানির মন্ত্রীকে ধন্যবাদ জনিয়েছেন ভারতীয় নেটিজেনরা। আরেকজন লিখেছেন, "ইউপিআই সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। জার্মানি কবে ইউপিআই প্ল্যাটফর্মে সংযুক্ত হবে?"

Digital India: ফুটপাথে সবজি কিনে UPI-এ পেমেন্ট করলেন, ভারতের ডিজিটাল ইকোনমি সিস্টেমে মুগ্ধ জার্মানির মন্ত্রী
ফুটপাথ থেকে ইউপিআই মারফৎ সবজি কিনছেন জার্মানির মন্ত্রী।Image Credit: twitter
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 8:27 PM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর মসনদে বসার পরই ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ (Digital India) হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গত ৯ বছরে সেই পথে এগিয়ে চলেছে দেশ। উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারতের ডিজিটাল ইকোনমি সিস্টেম UPI। এবার এই UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) সিস্টেমের ভূয়সী প্রশংসা করলেন জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী। রবিবার সকালে জার্মানির মন্ত্রী (German Minister) ভোকার উইশিং স্বয়ং ফুটপাথ থেকে সবজি কিনে UPI মারফৎ পেমেন্ট করেন। এর মধ্য দিয়ে তিনি ভারতের ডিজিটাল ইকোনমি সিস্টেমের সরলীকরণ অনুভব করেন এবং ‘মুগ্ধ’ হন বলে ভারতে জার্মান দূতাবাসের তরফে জানানো হয়েছে। মন্ত্রীর সেই অভিজ্ঞতা এবং ইউপিআই সিস্টেম সম্পর্কে তাঁর মুগ্ধতা জার্মান দূতাবাসের তরফে টুইটারেও তুলে ধরা হয়েছে। ভারতের ডিজিটাল পরিকাঠামোর প্রশংসা করে ‘দেশের সফলতার গল্পগুলির মধ্যে এটি একটি’ বলেও টুইটারে উল্লেখ করেছে জার্মান দূতাবাস।

জার্মান দূতাবাসের টুইট-পোস্টে কী রয়েছে?

ভারতে জার্মান দূতাবাসের তরফে রবিবার দুপুরে একটি ভিডিয়ো ও কতকগুলি ছবি পোস্ট করা হয়েছে। ৫ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ভোকার উইশিং ফুটপাথ থেকে সবজি কিনছেন এবং ইউপিআই সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করছেন। ছবিগুলিতেও এই ঘটনা তুলে ধরা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “ভারতের ডিজিটাল পরিকাঠামোর সফল গল্পগুলির মধ্যে এটি একটি। প্রত্যেকেই ইউপিআইয়ের মাধ্যমে সেকেন্ডের মধ্যে লেনদেন করতে পারেন। লক্ষ-লক্ষ ভারতীয় এই সিস্টেম ব্যবহার করেন। জার্মানির ডিজিটাল ও পরিবহণমন্ত্রী উইশিং একহাতে ইউপিআই পেমেন্ট সিস্টেমের সরলীকরণের অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এবং তিনি ভীষণ মুগ্ধ।”

প্রসঙ্গত, জি-২০ ডিজিটাল মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতেই গত ১৯ অগস্ট বেঙ্গালুরু এসেছেন জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ভোকার উইশিং। ভারতের ডিজিটাল ইকোনমি বিপ্লবের অংশ হওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জনিয়েছেন ভারতীয় নেটিজেনরা। আবার আরেকজন জার্মান দূতাবাসের টুইট-পোস্টের কমেন্টে লিখেছেন, “ইউপিআই সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। জার্মানি কবে ইউপিআই প্ল্যাটফর্মে সংযুক্ত হবে?”