Ghaziabad Crime: নিষ্পাপ মুখ দেখে ঢুকতে দিয়েছিলেন, ১২ বছরের কিশোরের হাতেই বীভৎস পরিণতি হল বৃদ্ধ দম্পতির
Crime News: জেরায় অভিযুক্ত জানিয়েছে, ভাঙা জিনিসপত্রের ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেন ইব্রাহিম, এ কথা জানার পরই চুরির পরিকল্পনা করে। দীর্ঘদিন ধরেই ওই চুরি করার ছক কষেছিল।
গাজিয়াবাদ: বয়স মাত্র ১২ বছর। এই বয়সে যেখানে স্কুলে গিয়ে নতুন নতুন বিষয় শেখার কথা, সেখানেই বন্ধুদের সঙ্গে বসে ছক কষেছিল বড় বড় অপরাধের। এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করত তাঁর ‘গ্যাং’। বাধা পেয়ে এক বয়স্ক দম্পতিকে খুন (Murder) করতেও হাত কাঁপেনি নাবালক অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad)। শনিবার পুলিশ গাজিয়াবাদের এক বৃদ্ধ দম্পতির বাড়িতে চুরি এবং বাধা দেওয়ায় ওই দম্পতিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তিনজনকে। গোটা অপরাধের মূল চক্রী যে, তাঁর বয়স মাত্র ১২ বছর। গোটা ঘটনায় হতবাক পুলিশও।
পুলিশের তরফে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে চুরি ও তাদের খুনের অভিযোগে শনিবার ১২ বছরের এক নাবালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে। পুলিশ জানিয়েছে, গত ২২ নভেম্বর বাড়ির ভিতর থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় ইব্রাহিম নামক এক ৬০ বছরের বৃদ্ধের। পেশায় তিনি ভাঙাচোরা জিনিসপত্রের ব্যবসায়ী। বাড়ি লাগোয়া একটি ফাঁকা জমিতে থাকা শৌচাগারের সামনে থেকে বৃদ্ধের স্ত্রীর দেহ উদ্ধার হয়। ওই মহিলার গলায় কাপড় প্য়াচানো ছিল।